প্রতিটি নবজাতকের জন্য ১০০০ ডলার, আলোড়ন তুলেছে ট্রাম্পের নতুন পরিকল্পনা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩ ২০২৫, ১১:৪৩

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

নবজাতকদের বাবা–মা আইআরএস ফর্ম ৪৫৪৭ ব্যবহার করে সাইন-আপ প্রক্রিয়া শুরু করতে পারবেন।

নতুন কর-আইনের অধীনে একটি ফেডারেল প্রোগ্রাম চালু করছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নতুন আইনের আওতায়, বাবা–মা তাদের শিশুর নামে একটি ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ খুললে সরকার তাদেরকে ১,০০০ ডলার দেবে। এই অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে এবং শিশু ১৮ বছর পূর্ণ হলে তা তুলতে পারবে।

এনডিটিভি জানায়, এই ১,০০০ ডলারের বোনাস শুধুমাত্র ট্রাম্প প্রশাসনের সময়ে জন্ম নেওয়া শিশুদের জন্য প্রযোজ্য।

ট্রাম্প অ্যাকাউন্ট কী?

ট্রাম্প অ্যাকাউন্ট হলো সঞ্চয়ের একটি নতুন পরিকল্পনা, যা ট্রাম্পের কর ও ব্যয় আইন অনুযায়ী তৈরি হয়েছে। এর লক্ষ্য হলো অ্যামেরিকার প্রতিটি শিশুকে জন্মের শুরুতেই আর্থিক সুবিধা দেওয়া। এই অ্যাকাউন্টে থাকা টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে, যাতে সময়ের সঙ্গে তা বাড়তে পারে।

কে ট্রাম্প অ্যাকাউন্ট খুলতে পারবে?

  • ১৮ বছরের নিচের যেসব শিশুদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে তারা অ্যাকাউন্টের জন্য যোগ্য।
  • ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৮—এই সময়ের মধ্যে জন্ম নেওয়া নবজাতকরা অ্যাকাউন্ট খুললে সরকার তাদের জন্য ১,০০০ ডলার জমা দেবে।
  • বড় বয়সের শিশুরাও অ্যাকাউন্ট খুলতে পারবে, তবে তারা ১,০০০ ডলারের বোনাস পাবে না।

ট্রাম্প অ্যাকাউন্ট কীভাবে কাজ করবে?

অ্যাকাউন্টটি বাবা–মা বা অভিভাবক খুলবেন ও পরিচালনা করবেন। বেসরকারি ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো এই অর্থকে কম খরচের অ্যামেরিকান স্টক ইনডেক্স ফান্ডে বিনিয়োগ করবে।

বাবা–মা বছরে সর্বোচ্চ ২৫০০ ডলার পর্যন্ত কর ছাড়সহ এই অ্যাকাউন্টে জমা দিতে পারবেন। আত্মীয়স্বজন, বন্ধু, নিয়োগকর্তা ও স্থানীয় সরকার বছরে সর্বোচ্চ ৫০০০ ডলার পর্যন্ত জমা দিতে পারে।

তবে দাতব্য প্রতিষ্ঠান বা কিছু সরকারি সংস্থার ক্ষেত্রে জমার কোনো সীমা নেই।

কখন শিশুরা এই টাকা তুলতে পারবে?

শিশু ১৮ বছর পূর্ণ হওয়ার পর অ্যাকাউন্ট থেকে অর্থ তুলতে পারবে। অর্থ তুললে কর দিতে হবে, এবং কিছু ক্ষেত্রে জরিমানাও হতে পারে—যেমন অবসরকালীন অ্যাকাউন্ট থেকে টাকা তোলার মতো নিয়ম।

তবে কিছু বিশেষ ক্ষেত্রে—যেমন উচ্চশিক্ষা বা প্রথম বাড়ি কেনা—জরিমানা মাফ হতে পারে।

Trump Account-এর সীমাবদ্ধতা

এই অ্যাকাউন্ট তাৎক্ষণিক প্রয়োজন যেমন খাবার, শিশু দেখাশোনা বা স্বাস্থ্যসেবার খরচে সাহায্য করবে না।

কিছু অভিবাসী পরিবারের শিশুরা হয়তো এই ১০০০ ডলারের প্রাথমিক বোনাস পাবে না।

অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে টাকা জমা দেওয়ার সুযোগ শুরু হবে ৪ জুলাই ২০২৬ থেকে।

এর আগে বাবা–মা আইআরএস ফর্ম ৪৫৪৭ ব্যবহার করে সাইন-আপ প্রক্রিয়া শুরু করতে পারবেন।