রাশিয়ার বিমান সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর আকাশসীমা লঙ্ঘন করলে তাকে ভূপাতিত করা উচিত বলে মঙ্গলবার মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
দ্য মস্কো টাইমস জানায়, জাতিসংঘের একটি শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।
সেখানে উপস্থিত এক রিপোর্টার ট্রাম্পের উদ্দেশে জানতে চান, রাশিয়ার বিমান আকাশসীমায় প্রবেশ করলে ন্যাটোভুক্ত দেশগুলোর সেগুলো ভূপাতিত করা উচিত কি না।
জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি।’
ন্যাটোর আকাশসীমায় সম্প্রতি একাধিক রুশ বিমান প্রবেশের অভিযোগের পর অ্যামেরিকার এ অবস্থানের কথা জানালেন ট্রাম্প।
রাশিয়ার সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ড বৃদ্ধির পরও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত কি না, এমন প্রশ্নের সোজাসুজি উত্তর দেননি রিপাবলিকান প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘এখন থেকে প্রায় এক মাস পর আপনাদের জানাব? ঠিক আছে?’
৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট এর আগেও কয়েকবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে দুই সপ্তাহের সময়সীমা দিয়েছিলেন।
হোয়াইট হাউসের ওভাল অফিসে ফেব্রুয়ারিতে জেলেন্সির সঙ্গে তর্কে জড়ানো ট্রাম্প বলেন, ইউক্রেন যে লড়াই করছে, তার প্রতি অগাধ সম্মান রয়েছে তার। এটি দারুণ বিষয়।
বৈঠকে ‘ব্যক্তিগত প্রচেষ্টা’র জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান জেলেন্সকি।
সাম্প্রতিক আকাশসীমা লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে ইউরোপের উত্তেজনার মাত্রা বেড়েছে।
গত শুক্রবার রাশিয়ার তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশসীমা ১২ মিনিটের মতো ছিল। এ ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বানের পাশাপাশি ন্যাটো মিত্রদের সঙ্গে বৈঠক করে দেশটি।