নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদপ্রার্থী জোরান মামদানির কর্মকাণ্ডের বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরোধিতা নতুন নয়।
পুরো নির্বাচনি প্রচারজুড়ে মামদানিকে কটাক্ষ করার পাশাপাশি তাকে হুমকি দেওয়া এবং তার প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্য দিতে দেখা যায় রিপাবলিকান প্রেসিডেন্টকে। সে ধারা অব্যাহত রয়েছে চূড়ান্ত ভোটেও।
ভোট গ্রহণ শুরুর দিন মঙ্গলবার সকালে নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মামদানিকে একহাত নেন ট্রাম্প।
ওই পোস্টে সমাজতন্ত্রী ডেমোক্র্যাট মামদানিকে ভোট না দিতে ইহুদিদের প্রতি আহ্বানও জানান তিনি।
‘জোরান মামদানি একজন প্রমাণিত ও স্বঘোষিত ইহুদিবিদ্বেষী। কোনো ইহুদি যদি তাকে ভোট দেন, প্রকৃতপক্ষে তিনি একজন ইতর’, বলেন ট্রাম্প।
বহুল আলোচিত এ নির্বাচনে জয়ী হলে নগরের প্রথম মুসলিম মেয়র হবেন ৩৪ বছর বয়সী মামদানি।
গত মাসে ট্রাম্প বলেন, ইহুদিদের ঘৃণা করেন মামদানি। এরপরও তাকে সমর্থন করেন ইহুদিরা। যদিও ট্রাম্পের এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন প্রগতিশীল ইহুদিদের সমর্থন পাওয়া মামদানি।