চীন থেকে আমদানিতে ১০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০ ২০২৫, ২৩:২০

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

  • 0

ট্রাম্পের ভাষ্য, রপ্তানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে চীনের ‘অস্বাভাবিক আগ্রাসী অবস্থানের’ পরিপ্রেক্ষিতে তিনি শুল্কের নতুন হার নির্ধারণ করেন।

চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

পূর্ব এশিয়ার দেশটির প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠক বাতিলের হুমকির পর শুক্রবার এ ঘোষণা দেন রিপাবলিকান প্রেসিডেন্ট।

এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প আগামী ১ নভেম্বর থেকে নতুন শুল্ক কার্যকর হবে বলে জানান।

ট্রাম্পের ভাষ্য, রপ্তানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে চীনের ‘অস্বাভাবিক আগ্রাসী অবস্থানের’ পরিপ্রেক্ষিতে তিনি শুল্কের নতুন হার নির্ধারণ করেন।

প্রেসিডেন্ট পোস্টে বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে চরম শত্রুতাপূর্ণ চিঠি পাঠাচ্ছে চীন। দেশটি বাণিজ্যের ক্ষেত্রে অস্বাভাবিক আগ্রাসী অবস্থান নিয়েছে। তারা জানাচ্ছে যে, ২০২৫ সালের পহেলা নভেম্বর থেকে দৃশ্যত সব পণ্যে বৃহৎ পরিসরে রপ্তানি নিয়ন্ত্রণের পাশাপাশি তারা তৈরি করে না, এমন পণ্যের ওপরও নিয়ন্ত্রণ আরোপ করবে।

শুল্ক ঘোষণার পাশাপাশি ট্রাম্প জানান, গুরুত্বপূর্ণ প্রতিটি সফটওয়্যারের রপ্তানি নিয়ন্ত্রণ করবে অ্যামেরিকা।

শুল্ক ঘোষণার পোস্টের আগে একই দিনে বাড়তি শুল্কের হুমকি দিয়ে রাখেন ট্রাম্প, যার ফলে পুঁজিবাজারে সূচকের পতন দেখা যায়।

ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচকের ৩৮৫ পয়েন্ট বা দশমিক আট শতাংশ পতন হয়। এর বাইরে এসঅ্যান্ডপি ৫০০ সূচকের ১ দশমিক ২৫ শতাংশ এবং নাসডাকের পতন হয় ১ দশমিক ৭৫ শতাংশ।

সেমিকনডাক্টর উৎপাদনের মূল উপাদান বিরল মৃত্তিকা খনিজ বা রেয়ার আর্থ মিনারেলের ওপর চীনের নতুন বিধিনিষেধের এক দিন পর দেশটির ওপর বাড়তি শুল্কের ঘোষণা দেন ট্রাম্প।