১৯টি দেশের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩ ২০২৫, ১৮:৩৪

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-ইউসিআইএস মঙ্গলবার এক লিখিত বক্তব্যে এ তথ্য নিশ্চিত করে। ছবি: রয়টার্স

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-ইউসিআইএস মঙ্গলবার এক লিখিত বক্তব্যে এ তথ্য নিশ্চিত করে। ছবি: রয়টার্স

  • 0

অভিবাসন স্থগিত করা দেশগুলোর মধ্যে ১২টি দেশের ওপর জুন মাসে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। বাকি সাতটি দেশের নাগরিকদের অ্যামেরিকায় প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করেছিল।

ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ডসহ যাবতীয় অভিবাসন আবেদন স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।

আইউইটনেস নিউজ জানায়, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-ইউসিআইএস মঙ্গলবার এক লিখিত বক্তব্যে এ তথ্য নিশ্চিত করে।

কর্তৃপক্ষ জানায়, আফগান অভিবাসী কর্তৃক ন্যাশনাল গার্ডের ২ সদস্যের ওপর হামলার পর অভিবাসন নীতিতে আমূল পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে ১৯টি দেশের অভিবাসন আবেদন অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

অভিবাসন স্থগিত করা দেশগুলোর মধ্যে ১২টি দেশের ওপর জুন মাসে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। বাকি সাতটি দেশের নাগরিকদের অ্যামেরিকায় প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করেছিল।

এসব দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমান, চাদ, দ্য রিপাবলিক অব কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান,লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

এছাড়া সীমাবদ্ধ প্রবেশ জারি করা ৭টি দেশ- বুরুন্ডি,কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলার নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করা হবে।

ইউসিআইএস জানায়, স্থগিতাদেশ কবে বাতিল করা হবে তা এখন নিশ্চিত নয়। বাতিলের সিদ্ধান্ত জানাবেন ডিরেক্টর জোসেফ এডলো।

সেই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দেশগুলো থেকে যে অভিবাসীরা এসেছেন তাদের ওপর বিশেষ নজরদারি ও পর্যালোচনা করা হবে।