দিন যত গড়াচ্ছে, ততই জমে উঠছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারির প্রচার। এতে ইসলাম ধর্মাবলম্বী জোরান মামদানি ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেলে হবে নতুন ইতিহাস। কারণ এর আগে ‘বিশ্বের রাজধানী’ খ্যাত নিউ ইয়র্ক সিটিতে মেয়র হতে পারেননি কোনো মুসলিম।
ধারণা করা হচ্ছে এ সিটিতে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন যিনি পাবেন, তিনিই হবেন আগামীর মেয়র।
নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদপ্রার্থী জোরান মামদানিকে সমর্থন জানিয়েছে বেশ কয়েকটি মুসলিম সংগঠন।
জ্যাকসন হাইটসে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে মামদানিকে জয়ী করতে ঐক্যবদ্ধ থাকার কথা জানান মুসলিম নেতারা।
তারা বলেন, এটি ইতিহাস রচনা করার সময়।
ওই সময় মামদানি জানান, জয়ী হতে পারলে তিনি কাজ করবেন মুসলিমদের অধিকার রক্ষায়।
ব্যবধান কমানোর কথা জানালেন মামদানি
যত দিন যাচ্ছে, ততই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন তরুণ তুর্কি জোরান মামদানি।
জনপ্রিয়তার জরিপগুলোতে সাবেক গভর্নর এন্ড্রিও কুওমো থেকে তার ব্যবধান দিন দিন কমে আসছে। এর বড় কারণ হিসেবে মনে করা হচ্ছে মামদানির প্রতি অভিবাসীদের অকুণ্ঠ সমর্থন।
এ সমর্থনের জন্য মুসলিমদের প্রতি কৃতজ্ঞ মামদানি।
ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে দলটির প্রার্থী মামদানি টিবিএনকে বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। আট সপ্তাহ আগে আমরা চূড়ান্ত রাউন্ডে ৪০ পয়েন্ট পিছিয়ে থেকে হেরেছিলাম। গতকাল (বুধবার) আমরা সেই ৪০ পয়েন্টকে আট পয়েন্টে নামিয়ে এনেছি।’
‘প্রত্যেক সপ্তাহেই আমরা নির্বাচনের দিনের কাছাকাছি যাচ্ছি। কারণ আমরা আমাদের কমিউনিটিকে চিনি। এটা ভাবা সহজ মনে হতে পারে যে, নির্বাচন সম্ভবত পরের দিন, তবে নির্বাচন হবে ২৪ জুন।’
টিবিএনকে ধন্যবাদ যে কারণে
জ্যাকসন হাইটসের অনুষ্ঠানে নির্বাচনের খবর তুলে ধরার জন্য টিবিএনকে ধন্যবাদ জানান মেয়র পদপ্রার্থী মামদানি।
তিনি বলেন, ‘এ প্রতিযোগিতা তুলে ধরার পাশাপাশি আমাদের প্রচারে সমর্থন এবং এ নির্বাচন সম্বন্ধে নিউ ইয়র্কের প্রত্যেক বাসিন্দাকে জানাতে অসাধারণ কাজের জন্য আমি টিবিএন২৪কে ধন্যবাদ জানাতে চাই।’
আগামী ২৪ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রাইমারির ভোট। আর তারও আগে ১৪ জুন অনুষ্ঠিত হবে আগাম ভোট।
চলতি বছরের ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সিটি মেয়র ঠিক করতে চূড়ান্ত নির্বাচন।