কলেজছাত্রীকে ভুলক্রমে গ্রেপ্তার, জর্জিয়ার পুলিশ কর্মকর্তার পদত্যাগ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২৫ ২০২৫, ২১:৪৬

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ৫ মে অ্যারিয়াস-ক্রিস্টোবালকে ডাল্টন থেকে গ্রেপ্তার করেন ও’নিল। ছবি: ডাল্টন পুলিশ ডিপার্টমেন্ট

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ৫ মে অ্যারিয়াস-ক্রিস্টোবালকে ডাল্টন থেকে গ্রেপ্তার করেন ও’নিল। ছবি: ডাল্টন পুলিশ ডিপার্টমেন্ট

  • 0

ও’নিলের পদত্যাগ নিয়ে ডাল্টন সিটি সরকার কোনো তথ্য না জানালেও পুলিশ কর্মকর্তার স্ত্রী ফেসবুকে পদত্যাগপত্রটি প্রকাশ করেন।

ভুলক্রমে এক কলেজছাত্রীকে গ্রেপ্তার, তাকে দুই সপ্তাহের বেশি সময় ফেডারেল কারাগারে বন্দি রাখা ও বিতাড়নের ঝুঁকিতে ফেলার ঘটনায় শুক্রবার পদত্যাগ করেছেন জর্জিয়ার এক পুলিশ কর্মকর্তা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, জর্জিয়ার ডাল্টন সিটি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতেন লেসলি ও’নিল নামের ওই কর্মকর্তা। তিনি কলেজছাত্রী জিমেনা অ্যারিয়াস-ক্রিস্টোবালকে গ্রেপ্তার করে শুধু বিতাড়নের ঝুঁকিই তৈরি করেননি, এ ঘটনা ক্ষোভ ও সমালোচনার ক্ষেত্র তৈরি করেছে।

ও’নিলের পদত্যাগ নিয়ে ডাল্টন সিটি সরকার কোনো তথ্য না জানালেও পুলিশ কর্মকর্তার স্ত্রী ফেসবুকে পদত্যাগপত্রটি প্রকাশ করেন।

এতে ও’নিল লিখেন, স্থানীয় পুলিশ ডিপার্টমেন্ট তার পক্ষে যথেষ্ট দাঁড়ায়নি।

ওই পুলিশ কর্মকর্তা তার পদত্যাগপত্রে জানান, ব্যাপক মানহানির মুখেও নীরব ছিল ডাল্টন সিটি পুলিশ ডিপার্টমেন্ট। এর ফলে তার অবস্থান নাজুক হয়ে এমন এক পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে স্থানীয় কমিউনিটির তীব্র প্রতিক্রিয়ার ভয় ছাড়া ডাল্টন পুলিশে কার্যকরভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ৫ মে অ্যারিয়াস-ক্রিস্টোবালকে ডাল্টন থেকে গ্রেপ্তার করেন ও’নিল। পরবর্তী সময়ে পুলিশের পক্ষ থেকে ভুল স্বীকার করা হলে কলেজছাত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ তুলে নেওয়া হয়।