ডর্টমুন্ডকে হতাশ করে টানা ১১বার বুন্দেসলিগা শিরোপা জিতল বায়ার্ন

টিবিএন ডেস্ক

মে ২৮ ২০২৩, ১৭:৩০

শিরোপা জয়ী গোল উদযাপন করছেন জামাল মুসিয়ালা। ছবি: সংগৃহীত

শিরোপা জয়ী গোল উদযাপন করছেন জামাল মুসিয়ালা। ছবি: সংগৃহীত

  • 0

জামাল মুসিয়ালার শেষ মুহূর্তের গোলে কোলনকে ২-১ ব্যবধানে পরাজিত করে বুন্দেসলিগার শিরোপা ধরে রাখলো বায়ার্ন মিউনিখ। আর এ জয়ে কপাল পুড়েছে বরুসিয়া ডর্টমুন্ডের।

ঘরের মাঠে মেইঞ্জের বিপক্ষে ২-২ গোলে ড্র করায় আগের রাতে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা ডর্টমুন্ড শিরোপা বঞ্চিত হয়েছে।

জার্মান ফরওয়ার্ড মুসিয়ালার গোলে বুন্দেসলিগায় বায়ার্নের টানা ১১তম শিরোপা নিশ্চিত হয়েছে। মৌসুম শেষে চির প্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ডের সঙ্গে সমান ৭১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা ধরে রাখে বেভারিয়ান্সরা।

জিততে পারলেই ডর্টমুন্ডের শিরোপা নিশ্চিত হয়ে যেত। কিন্তু ২৫ মিনিটের মধ্যে তারা ২-০ গোলে পিছিয়ে পড়ে। তার উপর স্ট্রাইকার সেবাস্টিয়েন হলার পেনাল্টির সুযোগ হাতছাড়া করেছেন। নাহলে ১৯ মিনিটেই সমতায় ফিরতে পারতো সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে অবশ্য দুই গোল পরিশোধ করে ডর্টমুন্ড। কিন্তু এক পয়েন্ট শিরোপার জন্য যথেষ্ঠ ছিলনা।

বায়ার্ন ম্যানেজার থমাস টাচেল গণমাধ্যমে বলেছেন, ‘শিরোপা জয়ের পর উদযাপনটা কঠিন ছিল। কারন ক্লাবের পক্ষ থেকে শিরোপা জয়ের পরেও প্রধান নির্বাহী অলিভার কান ও স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিডিযের বরখাস্তের ঘোষনা এসেছে। জয়ের উৎসব বাদ দিয়ে এখন আমাদের অন্য বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। গতকালই আমি এই সিদ্ধান্ত জানতে পেরেছি।’

ডর্টমুন্ডের ম্যানেজার এডিন টারজিক বলেছেন, ‘এ ধরনের বিষয় মেনে নেয়া সত্যিই কঠিন।’

শেষ দিনে মাঠে নামার আগে ডর্টমুন্ড দুই পয়েন্টে এগিয়ে টেবিলের শীর্ষে ছিল। বায়ার্ন জানতো শুধুমাত্র জয়ই তাদের শিরোপা ধরে রাখতে সহায়তা করবে। একইসঙ্গে ডর্টমুন্ডের পরাজয়ের আশাও করেছে তারা।

ফ্রেঞ্চ ফরোয়ার্ড কিংসলে কোম্যান আট মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন। ম্যাচ শেষের ১০ মিনিট আগে ডিয়ান লুবিসিট পেনাল্টি থেকে কোলনকে সমতায় ফেরান। কিন্তু শেষ মিনিটে মুসিয়ালার গোলে বায়ার্নের শিরোপা নিশ্চিত হয়।


0 মন্তব্য

মন্তব্য করুন