গ্রিন কার্ড ইন্টারভিউর শেষ ধাপে ৬০ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক নারীকে আটক করেছেন অ্যামেরিকার অভিবাসন কর্মকর্তারা।
এনডিটিভি মঙ্গলবার জানায়, ৩০ বছরের বেশি সময় ধরে অ্যামেরিকায় বসবাস করছেন বাবলিজিৎ কৌর, যিনি দেশটিতে আসেন ১৯৯৪ সালে।
কন্যা জ্যোতি জানান, গ্রিন কার্ড আবেদনের অংশ হিসেবে বায়োমেট্রিক স্ক্যান সাক্ষাৎকারের সময় বাবলিজিতকে আটক করেন ফেডারেল এজেন্টরা।
লং বিচ ওয়াচডগ জানায়, বাবলিজিতের দুই সন্তান অ্যামেরিকার নাগরিক। এ নারীর স্বামীর গ্রিন কার্ড আছে।
জ্যোতি প্রকাশনাটিকে জানান, গত ১ ডিসেম্বর ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের অফিসের ফ্রন্ট ডেস্কে ছিলেন তার মা। সে সময় কয়েকজন ফেডারেল এজেন্ট ভবনটিতে প্রবেশ করেন।
এরপর ফেডারেল এজেন্টরা যে কক্ষে প্রবেশ করেন, সেখানে ডেকে নেওয়া হয় বাবলিজিৎকে। সে সময় তারা এ নারীকে গ্রেপ্তারের কথা জানান।
মেয়ে জ্যোতি জানান, তার মাকে আইনজীবীর সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হলেও তিনি বন্দিদশা থেকে মুক্তি পাননি।
আটকের পর কয়েক ঘণ্টা বাবলিজিৎ কোথায় ছিলেন, তা জানতে পারেনি তার পরিবার। পরবর্তী সময়ে তারা জানতে পারেন, বয়স্ক এ নারীকে আটকের রাতেই ক্যালিফোর্নিয়ার অ্যাডেলান্টোতে আইসের আটককেন্দ্রে নেওয়া হয়।
বাবলিজিৎ কৌরের পরিবার শুরুতে ক্যালিফোর্নিয়ার ল্যাগুনা বিচ এলাকায় ছিল। সেখান থেকে তারা যান লং বিচ এলাকায়।
এ নারীর তিন সন্তানের মধ্যে দুজন অ্যামেরিকার নাগরিক। অন্যজনের আইনি মর্যাদা আছে।