সাংবাদিকদের সামনে হঠাৎ বেজে উঠল ফোন, কী করলেন ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২৩ ২০২৫, ২১:৩৮

হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার নির্বাহী আদেশ সই অনুষ্ঠানে হঠাৎ বেজে ওঠে ট্রাম্পের ফোন। ছবি: রয়টার্স

হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার নির্বাহী আদেশ সই অনুষ্ঠানে হঠাৎ বেজে ওঠে ট্রাম্পের ফোন। ছবি: রয়টার্স

  • 0

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘একটা ফোন কল এসেছে। আপনারা কিছু মনে করেছেন? এটা ছিল একজন কংগ্রেসম্যান।’

কয়েকটি নির্বাহী আদেশে সই নিয়ে শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দিচ্ছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর মাঝখানেই বেজে ওঠে তার ফোন।

প্রেসিডেন্ট প্রথমবার কলটি কেটে দিয়ে কথা শুরু করেন। একটু পর ফের কল আসে ফোনে। এবারও কেটে দেন তিনি।

ফোর্বস ব্রেকিং নিউজ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নির্বাহী আদেশ সই অনুষ্ঠানে নিজ দেশে গাড়ি উৎপাদন নিয়ে কথা বলছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা গাড়ি চাই। আমরা গাড়ি তৈরি করতে চাই…আমরা চাই না কানাডা আমাদের গাড়ি তৈরি করুক। আমরা আমাদের গাড়ি তৈরি করতে চাই।’

ঠিক সে সময় কল আসে ট্রাম্পের ফোনে। প্রতিক্রিয়ায় বাম পাশে ঘুরে ট্রাম্প ফোনটি হাতে নেন।

এর আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘একটা ফোন কল এসেছে। আপনারা কিছু মনে করেছেন? এটা ছিল একজন কংগ্রেসম্যান।’

পরে ফোনটি বামে রাখলে সাংবাদিকরা কলটি কোন সাংবাদিকের, তা ট্রাম্পের কাছে জানতে চান। জবাবে প্রেসিডেন্ট বলেন, ‘আমি আপনাদের জানাব।’

এরপর এক সাংবাদিক হার্ভার্ডের পাশাপাশি অন্য কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষার্থী ভর্তি বাতিল করার পরিকল্পনা আছে কি না, তা ট্রাম্পের কাছে জানতে চান। সে সময় আবার বেজে ওঠে ট্রাম্পের ফোন।

সেটি রিসিভ করে প্রেসিডেন্ট বলেন, ‘এটা আরেক কংগ্রেসম্যান। তারা সবাই আমাদের অভিনন্দন জানাচ্ছে।’

ওই সময় এক সাংবাদিক ট্রাম্পের ব্যবহৃত ফোনটি আইফোন কি না, তা জানতে চান। উত্তরে প্রেসিডেন্ট ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।