নিখোঁজের ২ সপ্তাহ পর টিকটক তারকার মর্মান্তিক পরিণতি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬ ২০২৫, ১২:৪০ হালনাগাদ: ডিসেম্বর ১২ ২০২৫, ৮:২৩

ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা মারিয়ান ইজাগুইর। ছবি: ফ্রি প্রেস জার্নাল

ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা মারিয়ান ইজাগুইর। ছবি: ফ্রি প্রেস জার্নাল

  • 0

প্রায় দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর গত ৬ সেপ্টেম্বর তাকে মোরেলিয়ার একটি হোটেল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তার গাড়িটিও হোটেলেই পাওয়া যায়।

মেক্সিকোর মোরেলিয়ায় মারা গেছেন ২৩ বছর বয়সী ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা মারিয়ান ইজাগুইর।

প্রায় দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর তাকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মারা যান এই তরুণী।

স্থানীয় গণমাধ্যম জানায়, থানায় মারিয়ানার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়েরের পর গত ৬ সেপ্টেম্বর মারিয়ানকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে কর্তৃপক্ষ। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পিপল ম্যাগাজিনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর গত ৬ সেপ্টেম্বর তাকে মোরেলিয়ার একটি হোটেল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তার গাড়িটিও হোটেলেই পাওয়া যায়।

মিচোয়াকান অ্যাটর্নি জেনারেলের অফিস ১২ সেপ্টেম্বর তার মৃত্যুর ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, মারাত্মক স্বাস্থ্যগত জটিলতার কারণে মারিয়ানার মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

অফিসের বিবৃতিতে বলা হয়, তাকে উদ্ধার করার পর প্যারামেডিকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টিকটকে ৪.১ মিলিয়নেরও বেশি ফলোয়ার থাকা এই কন্টেন্ট ক্রিয়েটরকে শেষ দেখা যায় ১ সেপ্টেম্বর। ২৩ দিন আগের দেয়া পোস্টে জোকারের মেকআপে হাজির হয়েছিলেন এই ইনফ্লুয়েন্সার। সেসময় তাকে কাঁদতে দেখতে যায়।

৩৩ সেকেন্ডের ভিডিওটিতে তিনি একটি গানের সাথে লিপ-সিঙ্ক করেন এবং পোস্টটির ক্যাপশন লেখেন, ‘আমার ভালোবাসার সমস্ত প্রতিশ্রুতি তোমার সাথে যাবে, তুমি কেন চলে যাচ্ছ?’

এভাবে নিখোঁজ হওয়ার পর গুরতর অবস্থায় উদ্ধার হওয়া ও মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রহস্যময় এই ঘটনার সঠিক তদন্তের দাবি মারিয়ানার ভক্ত অনুরাগীদের।

কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর থেকে, ইজাগুইরের অনেক ভক্ত এবং বন্ধু তার শেষ সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে শ্রদ্ধা জানিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম এল ফিনান্সিরোর বরাত দিয়ে পিপল জানিয়েছে যে ইজাগুইরের পরিবার তার ত্বক, কঙ্কালের পেশী, কর্নিয়া এবং কিডনি সহ তার অঙ্গ-প্রত্যঙ্গ দানের অনুমতি দিয়েছে।