নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে রবিবার শুরুর সময়ে একটি গাড়ি দুর্ঘটনায় তিনজন পুরুষ নিহত হয়েছেন।
ভিক্টরি বোলেভার্ড ও স্ট্যাটেন আইল্যান্ড এক্সপ্রেসওয়ের কাছে ভোররাত চারটা ১৯ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানায় আইউইটনেস নিউজ।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, বাহিনীর প্রাথমিক তদন্ত বলছে, স্ট্যাটেন আইল্যান্ড এক্সপ্রেসওয়ের পশ্চিম দিকে যাচ্ছিল ‘২০১৫ শেভরোলেট ক্রুজ’ গাড়িটি। ওই সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রতিবন্ধকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায়।
দুর্ঘটনায় ২৫, ২৬ ও ২৭ বছর বয়সী তিন তরুণকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয।
ভুক্তভোগীদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।