বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তিন বাহিনীর প্রধান।
দলটির অফিশিয়াল ফেসবুক পেজে রাত ৯টা ৫৭ মিনিটে এক পোস্টে বিষয়টি জানানো হয়।
পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে এসেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।’
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তাতেও এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির ফেসবুকের ওই পোস্টের সঙ্গে সাড়ে ছয় মিনিটের একটি ভিডিও সংযুক্ত করা হয়। এতে দেখা যায়, বেশ কিছু গাড়ি ঢুকছে এভারকেয়ার হাসপাতালে। দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
হাসপাতালের গেটের বাইরে নির্দিষ্ট জায়গাজুড়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। এর আশপাশে রয়েছেন অনেকে।
নানা শারীরিক জটিলতা নিয়ে গত কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।