গাজা শান্তি সম্মেলনের আগে মিসরের সড়কে নিহত কাতারের তিন কূটনীতিক

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১২ ২০২৫, ২০:৪৮

গাজা নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের আগে ১১ অক্টোবর শারম এল শেখের পিস স্কয়ারের কাছে এক নগর কর্মী। ছবি: রয়টার্স

গাজা নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের আগে ১১ অক্টোবর শারম এল শেখের পিস স্কয়ারের কাছে এক নগর কর্মী। ছবি: রয়টার্স

  • 0

মিসর রাষ্ট্র সংযুক্ত গণমাধ্যম আল কাহিরা নিউজ পাঁচজন হতাহত হওয়ার বিষয়টি জানায়।

মিসরের শারম এল শেখ শহরের কাছে রবিবার সড়ক দুর্ঘটনায় কাতারের তিনজন কূটনীতিক নিহত ও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে উপসাগরীয় দেশটির দূতাবাস।

গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি বন্দিদের মুক্তির চুক্তির জন্য সাম্প্রতিক দিনগুলোতে লোহিত সাগরের তীরের অবকাশযাপনের শহরটিতে জড়ো হন কূটনীতিক ও রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিনিধিরা।

মিসর রাষ্ট্র সংযুক্ত গণমাধ্যম আল কাহিরা নিউজ পাঁচজন হতাহত হওয়ার বিষয়টি জানায়।

সংবাদমাধ্যমটির বরাতে গালফ নিউজ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় গাড়িটি। এতে কাতারের পাঁচ নাগরিক ও মিসরের চালক ছিলেন।

তিন কূটনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কায়রোতে অবস্থিত কাতারের দূতাবাস।

এক বিবৃতিতে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, কাতারের একটি বিমানে করে প্রাণ হারানো তিনজনকে দোহাতে নেওয়া হবে।

এতে উল্লেখ করা হয়, আহত দুজন শারম এল শেখ ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসা নিচ্ছেন।

মিসর ও অ্যামেরিকাকে সঙ্গে নিয়ে মাসের পর মাস গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য কাজ করেছে কাতার। সম্মিলিত প্রচেষ্টায় যুদ্ধবিরতি শুরু হয়, যা শুক্রবার গ্রিনিচ মান সময় ৯টা থেকে কার্যকর হয় বলে জানায় ইসরায়েল।

শারম এল শেখে সোমবার থেকে শান্তি সম্মেলন শুরু হবে। এর সভাপতিত্ব করবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবেদল ফাত্তাহ আল সিসি।

গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে এ সম্মেলনে ২০টি দেশের প্রতিনিধিরা যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে।