রিসোর্টে এইচভিএসি ধসে ৬ জন আহত

টিবিএন ডেস্ক

মে ৭ ২০২৩, ১৭:৫৩

গেয়লর্ড রিসোর্টে ধসের খবর পেয়ে উদ্ধারে যায় অরোরা ফায়ার রেসকিউ। ছবি: এবিসি নিউয

গেয়লর্ড রিসোর্টে ধসের খবর পেয়ে উদ্ধারে যায় অরোরা ফায়ার রেসকিউ। ছবি: এবিসি নিউয

  • 0

কলোরাডোর একটি রিসোর্টে এইচভিএসি সিস্টেম ধসে ছয় জন আহত হয়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

ডেনভারের শহরতলীতে গেয়লর্ড রকিয রিসোর্টে শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

অরোরা ফায়ার রেসকিউ সার্ভিস জানায়, শনিবার সকালে খবর আসে যে রিসোর্টের পুল এরিয়ায় কোনো যন্ত্র ধসে পড়েছে।

ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তারা দেখেন, সেখানকার হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম- এইচভিএসি ধসে পড়েছে। এর নিচে চাপা পড়া ছয় জনকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে মন্তব্য করেনি রিসোর্ট কর্তৃপক্ষ। জানা যায়নি আহতদের পরিচয়।


0 মন্তব্য

মন্তব্য করুন