ডেনভারের শহরতলীতে গেয়লর্ড রকিয রিসোর্টে শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
অরোরা ফায়ার রেসকিউ সার্ভিস জানায়, শনিবার সকালে খবর আসে যে রিসোর্টের পুল এরিয়ায় কোনো যন্ত্র ধসে পড়েছে।
ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তারা দেখেন, সেখানকার হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম- এইচভিএসি ধসে পড়েছে। এর নিচে চাপা পড়া ছয় জনকে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে মন্তব্য করেনি রিসোর্ট কর্তৃপক্ষ। জানা যায়নি আহতদের পরিচয়।