ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি না হলে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯ ২০২৫, ১৭:১৭ হালনাগাদ: ডিসেম্বর ১১ ২০২৫, ১৮:০১

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

  • 0

এ ঘোষণার মধ্য দিয়ে গাজাকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে নেওয়া যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়াল ইউরোপের বৈশ্বিক পরাশক্তিটি।

গাজার নিয়ন্ত্রক দল হামাসের সঙ্গে চলমান যুদ্ধে বিরতি নিতে ইসরায়েল রাজি না হলে যুক্তরাজ্য সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে মঙ্গলবার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

এ ঘোষণার মধ্য দিয়ে গাজাকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে নেওয়া যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়াল ইউরোপের বৈশ্বিক পরাশক্তিটি।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, মন্ত্রিসভার জরুরি এক বৈঠক শেষে স্টারমার ঘোষণাটি দেন।

গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্য সরকারের জোর ভূমিকার জন্য জনগণ ও রাজনীতিকদের অব্যাহত চাপের মধ্যে নতুন অবস্থান নিলেন লেবার প্রধানমন্ত্রী।

ইসরায়েল ও হামাসের মধ্যকার ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধে বৃহত্তর ইউরোপীয় প্রচেষ্টার অংশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানান স্টারমার।

যুক্তরাজ্যের আগে ফ্রান্স গত সপ্তাহে এক ঘোষণায় সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানায়।

চলতি বছরের মার্চে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি থেকে সরে এসে গাজায় গণহত্যার যুদ্ধ শুরু করা ইসরায়েলের কূটনৈতিক বিচ্ছিন্নতা প্রগাঢ় করবে যুক্তরাজ্যের সিদ্ধান্ত।

মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের কূটনৈতিক মর্যাদা ও ঐতিহাসিক ভূমিকার কারণে এ সিদ্ধান্তের প্রতীকী গুরুত্ব ব্যাপক।