ভারতের নাগরিকদের দেশটির বাইরে থাকার সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে ভালো চাকরির সুযোগ ও জীবনমান। অনেকের ক্ষেত্রে বিদেশি কোনো ভূখণ্ডে ক্যারিয়ারে উন্নতির সম্ভাবনা যেমন উল্লেখযোগ্যভাবে বেশি, তেমনই গৃহকাতরতা ও সামাজিক বিচ্ছিন্নতাও সমানতালে কাজ করে। এ মনোভাব সম্প্রতি তুলে ধরেন অনাবাসী এক ভারতীয় (এনআরআই), যিনি কানাডায় পাঁচ বছর থেকে সিদ্ধান্ত নিয়েছেন মাতৃভূমি ভারতে ফেরার।
সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম রেডিটে ওই ভারতীয়র করা একটি পোস্ট ভাইরাল হয়েছে। এতে তিনি লিখেন, ‘কানাডায় পাঁচ বছর থাকার পর আমি আর এটি নিতে পারিনি। সামাজিক বিচ্ছিন্নতা, যদিও আমার বন্ধুবান্ধব আছে, আমাকে পেয়ে বসতে শুরু করেছে।
‘অনুভূতি বোঝানো খুবই কঠিন, তবে প্রবাস জীবন রোবটের মতো মনে হয়।’
এনআরআই জানান, কানাডার সবকিছু অতিমাত্রায় কাঠামোবদ্ধ, যা ‘মানবিক অনুভূতি’কে দূরে সরিয়ে রাখে। এ ব্যবস্থায় সত্যিকারভাবে মুক্তির কোনো পথ নেই।
ভারতের সঙ্গে কানাডার জীবনের তুলনা করে তিনি বলেন, এখানে (কানাডা) সবকিছু পরিকল্পনামাফিক ও কাঠামোবদ্ধ হতে হবে, কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি তেমন নয়।
এ ভারতীয় জানান, তিনি ভবিষ্যতের জন্য খুবই উচ্ছ্বসিত। লোকজন নোংরা ও সিভিক সেন্সের জন্য ভারতকে গালমন্দ করলেও সবকিছু মেনে নিয়েই ভারতে নতুন করে সব শুরু করবেন। কারণ এটিই তার প্রকৃত বাড়ি।