নিউ ইয়র্ক সিটিতে অপেক্ষাকৃত কম দামে ভালো পণ্যের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছে সুপার শপ কালাম’স বাজার।
নগরের ওজন পার্কে শুক্রবার সুপার শপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাংলাদেশিসহ অ্যামেরিকায় বসবাসরত সব কমিউনিটির সেবা করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কালাম’স বাজারের স্বত্ত্বাধিকারী রায়হান পারভেজ।
প্রতিযোগিতার বাজারে অপেক্ষাকৃত কম দামে সবচেয়ে ভালো খাবার ক্রেতাদের ঘরে পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য বলে জানায় প্রতিষ্ঠানটি।
ওজন পার্কের লিবার্টি অ্যাভিনিউতে প্রায় ৯ হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে ওঠা সুপার শপটিতে আছে সতেজ শাকসবজি, ফলমূল, মাছ, মাংস থেকে শুরু করে সংসারের সব ধরণের নিত্যপণ্যের বিশাল সমাহার।
স্প্যানিশ, গায়ানিজ ও বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের কনসুলেটের ডেপুটি জেনারেলকে সঙ্গে নিয়ে ফিতা কেটে কালাম’স বাজারের গ্র্যান্ড ওপেনিং করেন স্বত্বাধিকারী রায়হান পারভেজ।
কমিউনিটির সেবা করতেই এমন উদ্যোগ বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার।
এদিকে উদ্বোধনের পর বাংলাদেশি মালিকানাধীন এত বড় সুপার শপে সন্তোষ প্রকাশ করেন আগতরা। ঘরের কাছে এমন সুপার শপ পেয়ে আনন্দিত ক্রেতারাও।
সুপার শপের নিজস্ব ওয়্যার হাউসের মাধ্যমে টাটকা সবজি সরবরাহ করায় খাবারের মান নিয়ে কোনো প্রশ্ন নেই বলেও মন্তব্য করেন ক্রেতাদের একজন।
ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে সাবওয়ে সংলগ্ন সুপার শপের সামনে ৪০টির বেশি গাড়ি পার্কিং সুবিধা রেখেছে কালাম’স বাজার।