মেয়ের বয়স ১৮ হলে যে উপহার দেবেন আলিয়া ভাট

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২ ২০২৫, ২২:৪৮ হালনাগাদ: নভেম্বর ২৮ ২০২৫, ০:১৮

মেয়ে রাহার সঙ্গে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবি: এনডিটিভি

মেয়ে রাহার সঙ্গে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবি: এনডিটিভি

  • 0

আলিয়াকন্যা রাহার বয়স ২ বছর। তার জন্মের পর থেকে নিয়মিত চিঠি লিখেন অভিনেত্রী।

‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ নামের রিয়েলিটি শোর সাম্প্রতিক একটি এপিসোডে হাজির হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। এতে কাজের ব্যস্ততা ছাড়াও উঠে আসে অভিনেত্রীর জীবনের বিভিন্ন বিষয়। তার একটি ছিল আলিয়ার দুই বছরের মেয়ে রাহা।

শোতে আলিয়া জানান, দুই বছরের কন্যা রাহার উদ্দেশে নিয়মিত চিঠি লিখেন তিনি।

এ বিষয়ে বিস্তারিত জানতে চান ‘কুচ কুচ হোতা হ্যায়’ অভিনেত্রী কাজল।

জবাবে আলিয়া জানান, রাহার জন্মের প্রথম দিন থেকেই তার উদ্দেশে চিঠি লিখছেন তিনি। প্রতি মাসে অন্তত একটি চিঠি লিখেন। এর মাধ্যমে মেয়ের বেড়ে ওঠার মুহূর্ত, পরিবর্তন ও অভিজ্ঞতাগুলোকে বন্দি করে রাখতে চান অভিনেত্রী।

‘জিগরি’ সিনেমায় অভিনয়ের জন্য আলোচিত এ অভিনেত্রী আরও জানান, মেয়ের ১৮ বছর পূর্ণ হলে তাকে উপহার হিসেবে দিতে চান সংগ্রহে থাকা এসব চিঠি, যাতে করে রাহা তার শৈশবের ঘটনাগুলো জানতে পারে।

দীর্ঘ প্রেমের পর ২০২২ সালের ১৪ এপ্রিল অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া ভাট। ওই বছরের ৬ নভেম্বর জন্ম নেয় দম্পতির একমাত্র সন্তান রাহা ভাট কাপুর।

জনপ্রিয় এ দম্পতি নিজেদের বিয়ে সেরেছিলেন ঘরোয়া পরিবেশে। বলিউড সেলিব্রেটিদের মধ্যে যখন ডেস্টিনেশন ওয়েডিংয়ের ধুম, তখন এমন সাদামাটা বিয়ের অনুষ্ঠানের কারণ শোতে জানান আলিয়া।

তার ভাষ্য, ‘আমি ও রণবীর দুজনই ভীষণ ঘরমুখো। আর জীবনের বিশেষ দিনটি শুধু পরিবার ও ঘনিষ্ঠজনের সঙ্গে বাড়িতেই কাটাতে চেয়েছিলাম। ছুটির দিনে তো বাইরে ঘোরাই যাবে।’