আইসের হাতে বন্দিদের রাখা হচ্ছে কুখ্যাত এমডিসি ব্রুকলিন কারাগারে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২৬ ২০২৫, ৭:৪৩ হালনাগাদ: ডিসেম্বর ২ ২০২৫, ২০:০৯

এমডিসি ব্রুকলিন কারাগারে আটক বন্দি। ছবি: নিউ ইয়র্ক টাইমস

এমডিসি ব্রুকলিন কারাগারে আটক বন্দি। ছবি: নিউ ইয়র্ক টাইমস

  • 0

র‍্যাপার শন ডিডি কম্বস ও হেলথকেয়ার সিইও হত্যাকারী লুইজি ম্যানজিওনি এই কারাগারে বন্দি আছেন। অতিরিক্ত ভিড়,সহিংসতা ও মৃত্যুর মতো ঘটনার জন্য এমডিসি ব্রুকলিন ইতোমধ্যে তদন্তের মুখোমুখি হয়েছে।

কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিসি) ব্রুকলিন কারগারে রাখা হচ্ছে আইসের আটককৃত বন্দিদের। ডেইলি নিউজের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সানসেট পার্ক লকআপ হিসেবে পরিচিত এই কারাগারে এখন পর্যন্ত ১০০ জনকে পাঠানো হয়েছে।

মিয়ামি হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তঃসংস্থা টাস্ক ফোর্সের চুক্তি অনুযায়ী, অবৈধ অভিবাসী বন্দিদের প্রথমে ফেডারেলের ৫টি কারাগারে রাখতে সম্মত হয়েছিলো ফেডারেল ব্যুরো অফ প্রিজনস তবে এমডিসি ব্রুকলিন সহ সে সংখ্যা বেড়ে আটে দাঁড়িয়েছে।

বেশ কয়েকটি সূত্র দ্য নিউজকে জানিয়েছে, ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের হাতে বন্দি হয়েছে এমন ১০০ থেকে ১২০ জন বন্দীকে ইতিমধ্যেই কারাগারের পূর্ব ভবন-এ রাখা হয়েছে।

ওই ভবনের মাত্র দুটি তলায় বন্দিরা রয়েছেন। যাদের মধ্যে র‍্যাপার শন ডিডি। পাশাপাশি সেখানে নারী বন্দি ও স্বল্প সাজা ভোগ করছেন এমন কয়েকজন বন্দি রয়েছেন।

বিউরো অফ প্রিজনের মুখপাত্র এমেরি নেলসন বুধবার এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে বলেছেন, সংস্থাটি বন্দিদের আবাসন ব্যবস্থার মাধ্যমে আইসকে সহায়তা করছে।

উল্লেখ্য ফেডারেল বিচারকরা এমডিসি ব্রুকলিনের পরিস্থিতিকে বর্বর ও অমানবিক হিসেবে অভিহিত করেছেন। প্রায়শই আসামীদের বিচারের আগে যে পরিস্থিতির সম্মুখীন হতে হয় তার জন্য তাদের সাজা কমিয়ে দেন বিচারকরা।

গত বছর, কারাগারে ধারাবাহিকভাবে সহিংস হামলার ঘটনা ঘটে। যার মধ্যে মাত্র ছয় সপ্তাহের মধ্যে দুটি হত্যাকাণ্ড এবং একটি ভিডিওতে ধারণ করা হামলা ছিল। ওই ভিডিওতে দেখা যায় গ্যাং সদস্যকে ৩৭ সেকেন্ড ধরে ছুরিকাঘাত করতে দেখা গেছে। পরবর্তীতে একজন সংশোধন কর্মকর্তা তাদের বাধা দিতে আসেন।

তবে এটি এখনও স্পষ্ট নয় যে আইস শুধু নিউ ইয়র্ক-এলাকার বন্দীদের এমডিসি ব্রুকলিনে পাঠাচ্ছে, নাকি দেশের অন্যান্য অংশ থেকে বন্দিদের সেখানে পাঠানো হচ্ছে।

সিবিএস নিউজ মঙ্গলবার জানিয়েছে আইস সারা দেশে প্রায় ৫৯,০০০ বন্দিকে আটকে রেখেছে, এবং তাদের প্রায় অর্ধেকের কোনও অপরাধমূলক রেকর্ড নেই।