সৌদি জাওয়াযাত জানিয়েছে, যারা ভিজিট ভিসায় সৌদি আরবে এসে নির্দিষ্ট সময়েরই মধ্যে সৌদি ত্যাগ না করে অবৈধ হিসেবে সৌদিতে রয়ে গিয়েছে, তাদেরকে সৌদি ত্যাগ করার জন্য ফাইনাল এক্সিটের উদ্দেশ্যে ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সুবিধা দেয়া হয়েছে।
এই সুবিধা ২৬ জুন হতে পরবর্তী এক মাসের মধ্যে এই সেবা গ্রহণ করে সৌদি ত্যাগ করা যাবে, এই সুবিধা নির্ধারিত ফি এবং জরিমানা পরিশোধ সাপেক্ষে গ্রহণ করা যাবে।
জাওয়াযাত জানিয়েছে, আবেদনকারীরা নির্ধারিত সময়ের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আবশির’ ইলেকট্রনিক প্ল্যাটফর্মের ‘তাওয়াসুল সেবা’র মাধ্যমে আবেদন জমা দিতে পারবে।
জাওয়াযাত সকল ভিজিট ভিসা এক্সপায়ার্ড হওয়া ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে এই সুবিধা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে।
পূর্বে এজাতীয় ভিজিট ভিসা এক্সপায়ার্ড হওয়া ব্যক্তিদের দেশে পাঠাতে গিয়ে যিনি সৌদিতে নিয়ে এসেছিলেন তার ইকামা রিনিউ হতোনা। তবে বর্তমানে দেয়া এই সুযোগ গ্রহন করে দেশে পাঠিয়ে দিলে আর সেই সমস্যায় পড়তে হবে না।
সৌদি আরবের নাগরিক এবং বাসিন্দাদের জন্য পাসপোর্ট পরিষেবা দেয়ার পাশাপাশি আগমন, বাসস্থান এবং প্রস্থান পরিষেবা দিয়ে থাকে দেশটির সরকারি সংস্থা।