ব্রুকলিনের একটি লাউঞ্জে বন্দুক হামলায় তিনজন নিহত ও কমপক্ষে ৯ জন আহত হওয়ার ঘটনায় একাধিক বন্দুকধারীকে খুঁজছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
সিবিএস নিউজ জানায়, শনিবার রাতে ক্রাউন হাইটস এলাকার ৯০৩ ফ্র্যাংকলিন অ্যাভিনিউর জনাকীর্ণ টেস্ট অব দ্য সিটি লাউঞ্জে সর্বোচ্চ চারজন বন্দুকধারী হামলা চালান বলে রবিবার জানায় এনওয়াইপিডি। হামলাটিকে গ্যাং সংশ্লিষ্ট সহিংসতা মনে করা হচ্ছে।
এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, রাত সাড়ে তিনটার পরপরই ৯১১ নম্বরে একাধিক কল আসে। এর ভিত্তিতে পুলিশ কর্মকর্তারা লাউঞ্জের ভেতর গিয়ে বন্দুক হামলার অনেক ভুক্তভোগীকে পান।
তিনি জানান, বিবাদের সময় বন্দুকধারীরা লোকজনের ওপর গুলি শুরু করে বলে মনে করা হচ্ছে।
টিশ জানান, গুলিবিদ্ধ তিনজনকে মৃত ঘোষণা করা হয় এবং নয়জনকে আশঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, ভুক্তভোগীদের মধ্যে ৯ পুরুষ ও তিন নারী রয়েছেন, যাদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে।
ভুক্তভোগীদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।
এনওয়াইপিডি কমিশনার জানান, পুলিশ কর্মকর্তারা ভেতর থেকে গুলির ৪২টি খোসা উদ্ধার করেন।
পুলিশ বেডফোর্ড অ্যাভিনিউ ও ইস্টার্ন পার্কওয়ের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করে, তবে আগ্নেয়াস্ত্রটি লাউঞ্জে হামলার অংশ কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।