দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ: ‘পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে’ অ্যামেরিকা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০ ২০২৫, ১৯:৩৪ হালনাগাদ: ডিসেম্বর ২ ২০২৫, ২২:১২

দিল্লিতে সোমবার সন্ধ্যায় হওয়া বিস্ফোরণস্থল পরিদর্শনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই

দিল্লিতে সোমবার সন্ধ্যায় হওয়া বিস্ফোরণস্থল পরিদর্শনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই

  • 0

দ্য হিন্দু জানায়, ভয়াবহ এ বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

ভারতের দিল্লির প্রাণকেন্দ্রে ঐতিহাসিক লাল কেল্লার বাইরে ধীরগতিতে চলা একটি গাড়িতে সোমবার সন্ধ্যায় প্রাণঘাতী বিস্ফোরণ হয়েছে।

দ্য হিন্দু জানায়, ভয়াবহ এ বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

বিস্ফোরণের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সব বিষয় বিবেচনায় নিয়ে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।

দ্য হিন্দুর খবরে উল্লেখ করা হয়, পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানায়নি। দেশজুড়ে জনাকীর্ণ অঞ্চলগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

অমিত শাহ জানান, হুন্দাই ব্র্যান্ডের আই২০ মডেলের গাড়িটিতে সন্ধ্যা সাতটার দিকে বিস্ফোরণ হয়, যার ফলে নিকটবর্তী যানবাহনগুলো ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি কয়েকজন পথচারী আহত হন।

‘পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে’ অ্যামেরিকা

দিল্লিতে প্রাণঘাতী বোমা হামলার পরের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে সোমবার অ্যামেরিকা বলেছে, দেশটি কনস্যুলার সহায়তা দিয়ে প্রস্তুত।

স্টেইট ডিপার্টমেন্টের এক মুখপাত্র প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআইকে বলেন, ‘আমরা দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের বিষয়ে অবগত হয়েছি।

‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।’