অ্যামেরিকার দূতের দাবি
ইসরায়েলের সঙ্গে গোপনে আলোচনা শুরু সিরিয়ার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২৮ ২০২৫, ১৯:০০ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ১:৩০

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: রয়টার্স

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: রয়টার্স

  • 0

ইসরায়েলের সঙ্গে সিরিয়ার সরাসরি দৈনন্দিন সংলাপ শুরুর খবর সম্প্রতি প্রকাশ করে ইসরায়েলি সংবাদমাধ্যম। এর পর সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার আলোচনা নিয়ে মন্তব্য করেন বিশেষ দূত।

দামেস্ক বেশ কিছু বিষয়ে তেল আবিবের সঙ্গে গোপনে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন সিরিয়ায় নিযুক্ত অ্যামেরিকার বিশেষ দূত টমাস ব্যারাক।

দ্য নিউ আরব শুক্রবার জানায়, এক সাক্ষাৎকারে র‌্যারাক জোর দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে রাজি রাজি নয় সিরিয়া সরকার।

সাক্ষাৎকারে নতুন পন্থা উপস্থাপনের জন্য সিরিয়ার কর্তৃপক্ষগুলোকে একটি সুযোগ দেওয়ার আহ্বান জানান ব্যারাক।

ইসরায়েলের সঙ্গে সিরিয়ার সরাসরি দৈনন্দিন সংলাপ শুরুর খবর সম্প্রতি প্রকাশ করে ইসরায়েলি সংবাদমাধ্যম। এর পর সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার আলোচনা নিয়ে মন্তব্য করেন বিশেষ দূত।

দুই দেশের মধ্যে আলোচনার বিষয়ে ওয়াকিবহাল সিরিয়ার এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না দামেস্ক।

এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সম্প্রতি জানান, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেল আবিবের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে দামেস্ক।

সিরিয়ার কুনেইত্রা অঞ্চল ও দখলকৃত গোলান মালভূমির প্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আল-শারা জানান, দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের অব্যাহত হামলা বন্ধে কাজ করছে দামেস্ক।

এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধান জাচি হানেগবি জানান, ইসরায়েল ও সিরিয়া সরকারের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে। দুই পক্ষ সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়ে কথা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির অধিবেশনে দেওয়া বক্তব্যে হানেগবি বলেন, দামেস্কের সঙ্গে তেল আবিবের নিরাপত্তা ও রাজনৈতিক সমন্বয়ের বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করছেন।

তার এ বক্তব্যের অর্থ হলো দামেস্ক-তেল আবিব আলোচনা পরোক্ষ আলোচনার জায়গা থেকে অগ্রসর হয়েছে।