পুলিশ জানিয়েছে, নিহতের বয়স ২৫ বছর। তার গাড়ির সঙ্গে সোমবার রাত ১টার দিকে আরেক গাড়ির সংঘর্ষ হয়।
কর্তৃপক্ষের ধারণা, দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থল থেকে পালানোর জন্য দৌঁড়ে ব্রিজে উঠছিলেন। এক পর্যায়ে পা পিছলে কংক্রিটের রাস্তায় মুখ থুবড়ে পড়েন।
তিনি কেন পালাচ্ছিলেন, তা জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।