ম্যানহাটনে ব্রিজ থেকে পড়ে নিহত ১

টিবিএন ডেস্ক

আগস্ট ৮ ২০২৩, ১৩:০২

নিউ ইয়র্কের ম্যানহাটন ব্রিজ থেকে নিচে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কের ম্যানহাটন ব্রিজ থেকে নিচে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

  • 0

ম্যানহাটন ব্রিজ থেকে রাস্তায় পড়ে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। ধারণা করা হচ্ছে, কোনো কারণে পালাতে গিয়ে তিনি ব্রিজ থেকে লাফ দেন।

পুলিশ জানিয়েছে, নিহতের বয়স ২৫ বছর। তার গাড়ির সঙ্গে সোমবার রাত ১টার দিকে আরেক গাড়ির সংঘর্ষ হয়।

কর্তৃপক্ষের ধারণা, দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থল থেকে পালানোর জন্য দৌঁড়ে ব্রিজে উঠছিলেন। এক পর্যায়ে পা পিছলে কংক্রিটের রাস্তায় মুখ থুবড়ে পড়েন।

তিনি কেন পালাচ্ছিলেন, তা জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।


0 মন্তব্য

মন্তব্য করুন