ইউরোপের শেনজেন স্টাইলের এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ভ্রমণ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬ ২০২৫, ৭:৫১ হালনাগাদ: নভেম্বর ১০ ২০২৫, ১০:২১

মধ্যপ্রাচ্যে  চালু হতে যাচ্ছে নতুন শেনজেন স্টাইল পর্যটন ভিসা । ছবি: ইউরো নিউজ

মধ্যপ্রাচ্যে চালু হতে যাচ্ছে নতুন শেনজেন স্টাইল পর্যটন ভিসা । ছবি: ইউরো নিউজ

  • 0

এই ভিসার উদ্দেশ্য হচ্ছে এক ভ্রমণেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ঘুরে দেখার বিষয়টি সহজ করে তোলা।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভ্রমণকারী পর্যটকদের জন্য সুখবর। মধ্যপ্রাচ্য ভ্রমণকে আরও সহজ করে তুলতে শীঘ্রই চালু হতে যাচ্ছে একটি নতুন শেনজেন স্টাইল পর্যটন ভিসা ।

২০২৩ সালে অনুমোদিত জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসাটি ইউনিফাইড ট্যুরিস্ট ভিসা বা ইউনিফাইড জিসিসি ভিসা নামেও পরিচিত।

ইউনিফাইড ট্যুরিস্ট ভিসা মূলত একটি একক পারমিট হবে যা উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) ছয়টি সদস্য রাষ্ট্রের প্রবেশের অনুমতি দেয়।

এই ভিসার উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলে পর্যটকদের ভ্রমণকে আরও সহজতর করা এবং এক ভ্রমণেই একাধিক দেশ ঘুরে দেখার বিষয়টি সহজ করে তোলা। এই ভিসার ফলে একক পারমিট নিয়ে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

বর্তমানে ভ্রমণকারীদের প্রতিটি দেশের জন্য আলাদা ভিসার জন্য আবেদন করতে হয়। তবে নতুন ব্যবস্থার মাধ্যমে, নন-জিসিসি নাগরিকরা একক-দেশ বা বহু-দেশ ভ্রমণের জন্য আবেদন করতে পারবেন।

শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে পর্যটন, স্বল্পমেয়াদী অবস্থান, অথবা পরিবার এবং বন্ধুদের সাথে দেখা করার জন্য ভ্রমণকারীরা এই ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এই ভিসা কর্মসংস্থান বা দীর্ঘমেয়াদী থাকার অনুমতি দেবে না।

ইউরো নিউজ জানিয়েছে, ইউনিফাইড ট্যুরিস্ট ভিসা ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথম দিকে চালু হবে বলে আশা করা হচ্ছে। সিস্টেমটি চালু হলে একটি ডেডিকেটেড পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় ভিসার কার্যক্রম পরিচালিত হবে। পর্যটকরা একটি একক পোর্টালের মাধ্যমে ইউনিফাইড ভিসার জন্য আবেদন করতে পারবেন।

যদিও জিসিসি এখনও এই ভিসার মেয়াদ নিশ্চিত করেনি, তবে এটি ৩০ থেকে ৯০ দিনের মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ভিসার ফিও এখনও ঘোষণা করা হয়নি। তবে কর্তৃপক্ষ বলছে যে, জিসিসির সদস্য দেশগুলোতে ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের জন্য বর্তমান ছয়টি পৃথক ভিসার চেয়ে ইউনিফাইড ভিসা একটি সাশ্রয়ী বিকল্প হবে।

আবেদনের জন্য ভ্রমণকারীদের তাদের ভ্রমণের ব্যক্তিগত তথ্য এবং বিশদ সরবরাহ করতে হবে, যার মধ্যে তাদের ভ্রমণের উদ্দেশ্য, ভ্রমণের তারিখ এবং উল্লেখিত ভ্রমণপথ যেমন দেশগুলোর মধ্যে পরিবহন ব্যবস্থার বিবরণ অন্তর্ভুক্ত থাকবে।

এরপর তাদের একটি দেশ বা একাধিক মধ্যপ্রাচ্যের দেশের জন্য ভিসা নির্বাচন করতে বলা হবে।

আবেদনকারীদের বিভিন্ন নথি আপলোড করতে হবে, যার মধ্যে একটি বৈধ পাসপোর্টের একটি কপি , একটি পাসপোর্ট-স্টাইলের ছবি, থাকার ব্যবস্থার প্রমাণ, ভ্রমণ বীমা, ভ্রমণের খরচ বহন করার জন্য পর্যাপ্ত তহবিলের প্রমাণ এবং জিসিসি-বহির্ভূত গন্তব্যে একটি নিশ্চিত রিটার্ন বা পরবর্তী ভ্রমণ টিকিট অন্তর্ভুক্ত থাকতে পারে।

অনুমোদিত হলে, ভিসা ইমেলের মাধ্যমে জারি করা হবে - তবে ভ্রমণকারীদের তাদের ভ্রমণের সময় একটি মুদ্রিত কপিও সাথে রাখতে হবে বলে আশা করা হচ্ছে।