মারা গেছেন সামাজিক মাধ্যমে ভাইরাল সেই বিচারক

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১ ২০২৫, ৫:৪০

মানবিক বিচারক হিসেবে পরিচিত ফ্রাঙ্ক ক্যাপ্রিও। ছবি: সিটিভি নিউজ

মানবিক বিচারক হিসেবে পরিচিত ফ্রাঙ্ক ক্যাপ্রিও। ছবি: সিটিভি নিউজ

  • 0

প্যানক্রিয়াটিক ক্যান্সারের (অগ্ন্যাশয়ের ক্যান্সার) সঙ্গে লড়াই করে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলোচিত ও জনপ্রিয় এই বিচারক।

মারা গেছেন মানবিক বিচারক হিসেবে পরিচিত ফ্রাঙ্ক ক্যাপ্রিও। কট ইন প্রভিডেন্স নামের বাস্তবধর্মী এক টেলিভিশন শোতে মানবিক আচরণের জন্য বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় হয়ে ওঠেন এই বিচারক।

বার্তা সংস্থা এপি জানায়, প্যানক্রিয়াটিক ক্যান্সারের (অগ্ন্যাশয়ের ক্যান্সার) সঙ্গে লড়াই করে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যামেরিকার আলোচিত ও জনপ্রিয় এই বিচারক।

গত বুধবার ফ্রাঙ্কের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার মৃত্যুর খবর জানানো হয়। এতে বলা হয়, বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও প্যানক্রিয়াটিক ক্যান্সারের সঙ্গে দীর্ঘ ও সাহসী লড়াইয়ের পর ৮৮ বছর বয়সে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, মানুষের প্রতি করুণা, নম্রতা এবং বিশ্বাসের জন্য বিচারক ক্যাপ্রিও প্রশংসিত ছিলেন। আদালতের ভেতর-বাইরে তার কাজ অসংখ্য মানুষের জীবনে প্রভাব ফেলেছিল। তার উষ্ণতা, রসবোধ ও দয়া সবাইকে গভীরভাবে স্পর্শ করেছে।

মৃত্যুর মাত্র একদিন আগে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে তিনি অনুসারীদের কাছে প্রার্থনা চেয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত তার শেষ ভিডিওতে ক্যাপ্রিও বলেন, ‘এই কঠিন লড়াই চালিয়ে যাওয়ার সময় আপনাদের প্রার্থনা আমার মনোবল বাড়িয়ে দেবে।’

রোড আইল্যান্ডের প্রভিডেন্সে জন্ম নেওয়া ক্যাপ্রিও টেলিভিশনে আদালতের কার্যক্রম প্রচারিত হওয়ার আগে কয়েক দশক ধরে প্রভিডেন্স শহরের মিউনিসিপ্যাল আদালতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তার অনুষ্ঠান ‘কট ইন প্রভিডেন্স’ ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত জাতীয়ভাবে সম্প্রচারিত হয় এবং একাধিক ডে-টাইম এমি পুরস্কারের মনোনয়ন পায়। এই শোতে তিনি দেখিয়েছিলেন যে ন্যায়বিচারের সঙ্গে ন্যায্যতা, দয়া ও মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধা থাকা জরুরি।

আদালত কক্ষে তার সহানুভূতিশীল আচরণের জন্য ক্যাপ্রিওকে প্রায়শই ‘বিশ্বের সবচেয়ে সুন্দর বিচারক’ হিসেবে বর্ণনা করা হত। সামাজিক মাধ্যমে ক্যাপ্রিওর জনপ্রিয়তা আসে আদালতের তার ব্যতিক্রমী মানবিক দৃষ্টিভঙ্গির জন্য।

ট্রাফিক ও পার্কিং ভায়োলেশনের মামলাগুলোর শুনানিতে আসা সাধারণ মানুষদের গল্প মনোযোগ দিয়ে শুনতেন তিনি। তার এই বিচার কার্যক্রম নিয়ে তৈরি হয় জনপ্রিয় টেলিভিশন শো ‘কট ইন প্রভিডেন্স’।

শো-এর বিভিন্ন ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমেও নিয়মিত ভাইরাল হতো।

২০২৩ সালের ৬ ডিসেম্বর তার প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ে। যা এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি তার ভক্তদের জানান এবং সুস্থতার জন্য দোয়া চান।