রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এমন অবস্থায় মঙ্গলবার উত্তরার দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় বিক্ষোভ করছেন মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
বিবিসি জানিয়েছে, শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ের জন্য বিক্ষোভ শুরু করে।
‘আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব দাও’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ওই এলাকা।
শিক্ষার্থীদের ভাষ্য, নিহতদের সংখ্যা একশো'র বেশি। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে আহত, নিহত ও নিখোঁজের তথ্য গোপন করছে। তাই অবিলম্বে ভুক্তভোগীদের সঠিক তালিকা দিতে হবে।
নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, নিহতদের প্রকৃত সংখ্যা প্রকাশ, বিমান বাহিনীর ক্ষমা চাওয়ার দাবি আছে তাদের ছয়টি দাবির মধ্যে।
এ দিকে বার্ন ইউনিট পরিদর্শনে যান নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় উত্তরার মতো দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য প্রশিক্ষণের স্থান ও ধরন নতুন করে বিবেচনা করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।
সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য সকল সংস্থা, বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলবো, এ ধরনের ট্রেনিং কীভাবে, কোথায় করতে হবে এগুলো মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন।’
সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে জানিয়ে নৌ উপদেষ্টা আরও বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহতদের প্রয়োজনে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।’