
আগামী বছর ট্যাক্স রিফান্ড বাড়তে পারে ১০০০ ডলার পর্যন্ত

টিবিএন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬ ২০২৫, ৭:৩০

এটি হতে পারে ইতিহাসের অন্যতম বড় ট্যাক্স রিফান্ড সিজন। ছবি: রয়টার্স
- 0
অ্যামেরিকানরা ২০২৫ সালের ট্যাক্স রিটার্ন ২০২৬ সালের শুরুতে জমা দেবেন, এবং অধিকাংশ মানুষ ফর্ম জমা দেওয়ার ২১ দিনের মধ্যে তাদের রিফান্ড পাবেন।
ফেডারেল ট্যাক্স রিফান্ড প্রায়শই পরিবারের জন্য বছরের সবচেয়ে বড় আর্থিক সুবিধা হয়ে থাকে। অর্থনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান পাইপার স্যান্ডলারের মতে, প্রতি ফাইলারের গড় ফেরত প্রায় ১ হাজার ডলার বৃদ্ধি পেতে পারে।
সিবিএস নিউজ জানায়, এর ফলে গড় রিফান্ড চেক প্রায় ৪,১৫১ ডলার হতে পারে, যা ২০২৫ সালের গড় রিফান্ড ৩,১৫১ ডলারের চেয়ে অনেক বেশি।
অ্যামেরিকানরা ২০২৫ সালের ট্যাক্স রিটার্ন ২০২৬ সালের শুরুতে জমা দেবেন, এবং অধিকাংশ মানুষ ফর্ম জমা দেওয়ার ২১ দিনের মধ্যে তাদের রিফান্ড পাবেন।
এটি মূলত জুলাইয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ওয়ান বিগ, বিউটিফুল’ ট্যাক্স ও খরচ আইনের মাধ্যমে প্রভাবিত হবে। এই আইন ২০২৫ সালের জন্য বেশ কিছু নতুন কর সুবিধা চালু করেছে, যেমন: কিছু ওভারটাইম এবং টিপ আয়ের ওপর কর তুলে দেওয়া, এবং স্টেট ও লোকাল ট্যাক্স (এসএআলটি) কেটে নেওয়ার সীমা ১০ হাজার ডলার থেকে ৪০ হাজার পর্যন্ত বাড়ানো।
পাইপার স্যান্ডলারের ডেপুটি হেড ডন শ্নাইডার একটি পডকাস্টে দাবি করেন, যখন মানুষ ট্যাক্স ফাইল করবে, তারা সত্যিই বড় বড় রিফান্ড দেখে অবাক হবেন। সাধারণ বছরে আমরা প্রায় ২৭০ বিলিয়ন ডলার রিফান্ড পাই, এবার সেটা হবে আরও ৯০ বিলিয়ন ডলার বেশি।’
শ্নাইডার আরও বলেছেন, সাধারণত অ্যামেরিকানরা নতুন আইনের কর ছাড় অনুযায়ী তাদের উৎস থেকে ট্যাক্স কেটে নেওয়ার পরিমাণ ঠিক করছেন না, কারণ এটি হিসেব করা অনেক কঠিন। ফলে, যখন মানুষ ২০২৬ সালের শুরুতে তাদের ট্যাক্স ফাইল করবেন, তাদের রিফান্ড সাধারণের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বেশি হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, প্রতি ফাইলারের জন্য প্রায় ১ হাজার ডলার অতিরিক্ত ফেরত পাওয়া যেতে পারে।
শ্নাইডার আরও বলেছেন, ‘এটি হতে পারে ইতিহাসের অন্যতম বড় ট্যাক্স রিফান্ড সিজন।’
তবে এর সুবিধা সকলের জন্য সমানভাবে উপলব্ধ হবে না। পাইপার স্যান্ডলারের তথ্য অনুযায়ী, মূল সুবিধা মধ্যম ও উচ্চমধ্য আয়ের পরিবারদের জন্য হবে। অর্থাৎ যারা বছরে প্রায় ৬০ হাজার ডলার থেকে ৪ লাখ ডলার আয় করেন।
এই পর্যবেক্ষণ পূর্বের ট্যাক্স বিশ্লেষণের সঙ্গেও মিলে যাচ্ছে, যেখানে বলা হয়েছিল নিম্ন আয়ের পরিবারের তুলনায় উচ্চ আয়ের অ্যামেরিকানরা নতুন ট্যাক্স আইনের সুবিধা তুলনামূলকভাবে বেশি পাবেন।
এছাড়া সব সুবিধা সবাই সমানভাবে পাবেন না, বিশেষ করে সবচেয়ে বেশি আয় করা পরিবাররা। কেননা আইনের কিছু সুবিধার ওপরে আয়ের সীমা (ফেজ-আউট) আছে। উদাহরণস্বরূপ যদি কোনো ফাইলারের বছরের আয় ৫ লাখ ডলারের বেশি হয় তবে নতুন ৪০ হাজার ডলারের এসএএলটি ডিডাকশন সুবিধা ধীরে ধীরে কমে যায়। অর্থাৎ আয় যত বেশি, এসএএলটি ছাড়ের সুবিধা তত কম।