চ্যাম্পিয়নদের রুখে ইউরোপে খেলার সুযোগ করে নিল ব্রাইটন

টিবিএন ডেস্ক

মে ২৫ ২০২৩, ৫:৩১

সিটির বিপক্ষে লিড নেয়ার পর ব্রাইটনের খেলোয়াড়দের উদযাপন। ছবি: টুইটার

সিটির বিপক্ষে লিড নেয়ার পর ব্রাইটনের খেলোয়াড়দের উদযাপন। ছবি: টুইটার

  • 0

দুই মৌসুম আগে রেলিগেশন যুদ্ধ জয় করে ইংলিশ প্রিমিয়ার লিগে টিকে ছিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন।

আর এবারের মৌসুম শেষে ক্লাবটি জায়গা করে নিয়েছে ইউরোপিয়ান ফুটবলে।

মৌসুমের শেষ দুই ম্যাচে না হারলেই ইউরোপে টুর্নামেন্ট খেলা নিশ্চিত হতো ব্রাইটনের। শেষ ম্যাচের আগের ম্যাচে তারা সেটা করে দেখাল। 

নিজেদের মাঠে তারা ১-১ গোলে ড্র করেছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে। এ ড্রয়ে নিশ্চিত হয়ে গেছে তাদের পরের মৌসুমে ইউরোপা লিগে খেলা।

গত সপ্তাহে শিরোপা জয়ের উল্লাস করা ম্যান সিটি ম্যাচে এগিয়ে যায় ২৫ মিনিটে। ব্রাইটনের মাঠে ফিল ফোডেন এগিয়ে দেন ইংলিশ প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের।

নিজেদের ঘরে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ব্রাইটনকে। ৩৮ মিনিটে হুলিও এনসিসকোর স্কোরে সমতা ফেরে ম্যাচে।

দ্বিতীয়ার্ধে ম্যাচ জয়ের দারুণ সুযোগ পেয়েছিল ম্যান সিটি। ৭৮ মিনিটে আর্লিং হালান্ড লক্ষ্যভেদ করেন। কিন্তু ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নিয়ে ফাউলের দোষে গোলটি বাতিল করে দেন রেফারি।

বাকি সময়ে আর কোন দল গোলের দেখা না পাওয়ায় ১-১ সমতাতে শেষ হয় ম্যাচে।

৩৭ ম্যাচ থেকে ৬২ পয়েন্ট সংগ্রহ করে ইউরোপা লিগে জায়গা নিশ্চিত করে নিয়েছে ব্রাইটন। ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান টুর্নামেন্টে খেলবে তারা।

লিগ চ্যাম্পিয়ন সিটি ও রানার্স আপ আর্সেনাল নিশ্চিত করে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলা। বাকি দুই স্থানের জন্য লড়াই নিউক্যাসল ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মধ্যে।

আর কনফারেন্স লিগে জায়গা করে নিতে লড়বে অ্যাস্টন ভিলা ও টটেনহ্যাম হটস্পার। 


0 মন্তব্য

মন্তব্য করুন