বরিশালের মেয়র আবুল খায়ের, খুলনার আব্দুল খালেক

টিবিএন নিউজ

জুন ১২ ২০২৩, ১৭:৪৯

বরিশালের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের (বাঁয়ে) ও খুলনায় তৃতীয়বার নির্বাচিত মেয়র আব্দুল খালেক। ছবি: সংগৃহীত

বরিশালের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের (বাঁয়ে) ও খুলনায় তৃতীয়বার নির্বাচিত মেয়র আব্দুল খালেক। ছবি: সংগৃহীত

  • 0

বাংলাদেশের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত জয়ী হয়েছেন। একইদিন খুলনা সিটির মেয়র নির্বাচিত হয়েছেন তালুকদার আব্দুল খালেক।

দুজনই নৌকা প্রতীকে নির্বাচন করেন। মেয়র নির্বাচনে বরিশাল ও খুলনাবাসী সোমবার দিনভর ভোট দেয়। বেসরকারি ফল প্রকাশ করা হয়েছে রাতে।

বরিশাল সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ৮৭ হাজার ৮০৭ ভোট পেয়ে মেয়র হয়েছেন আবুল খায়ের তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে ৫৩ হাজার ৯৭৯ ভোটে হারিয়েছেন।

খুলনা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে তৃতীয় বার মেয়র নির্বাচিত হয়েছেন তালুকদার আব্দুল খালেক।

তিনি ২০০৮ ও ২০১৮ সালে কেসিসি মেয়র ছিলেন।

এবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

কেসিসি নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২২ জন ভোটারের মধ্যে মোট ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ জন ভোট দেন। ভোট দেয়ার হার ছিল প্রায় ৪৭ দশমিক ৮৯ শতাংশ।


0 মন্তব্য

মন্তব্য করুন