ব্রাউনের এ চুক্তি অর্থমূল্যে ছাড়িয়ে গেছে গত বছর ডেনভার নাগেটসের সঙ্গে করা নিকোলা জকিচের চুক্তিকে। জকিচ পাঁচ বছরে ২৬৪ মিলিয়ন ডলারের চুক্তি করেছিলেন।
২০১৬ সাল থেকে ব্রাউন সেল্টিকসের হয়ে খেলছেন। দুইবারের অলস্টার এ তারকা একবার ফাইনাল খেলেছেন দলের হয়ে। গত বছর প্রতি গেমে ২৬.৬ পয়েন্ট গড় নিয়ে ছিলেন ক্যারিয়ারের সেরা ফর্মে।
দলও পৌঁছে গিয়েছিল ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে। মায়ামি হিটসের কাছে হেরে সন্তুষ্ট থাকতে হয় সেল্টিকসকে।
২৬ বছর বয়সী এ তারকার ওপরই নির্ভর করছে সেল্টিকসের ১৮তম লিগ শিরোপা। ২০০৮ সালে শেষবার এনবিএ জিতেছিল সেল্টিকস।
যে কারণে ব্রাউনকে ধরে রাখতে রেকর্ড চুক্তির প্রস্তাব দেয় দলটি। সেল্টিকসের সঙ্গে তার বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা ২০২৪ সালে।
সে জন্যে দ্রুত তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি সম্পন্ন করে নিয়ে চায় সেল্টিকস।