প্যাক্সটনের ‘পৃষ্ঠপোষক’ ন্যাট পল গ্রেফতার

টিবিএন ডেস্ক

জুন ৯ ২০২৩, ১২:২৫

এক বছর ধরে ফেডারেল তদন্তের পর ন্যাট পলকে গ্রেফতার করেছে এফবিআই।

এক বছর ধরে ফেডারেল তদন্তের পর ন্যাট পলকে গ্রেফতার করেছে এফবিআই।

  • 0

টেক্সাসের সদ্য বরখাস্ত স্টেইট অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এফবিআই।

৩৬ বছর বয়সী ব্যবসায়ী ন্যাট পলকে বৃহস্পতিবার অস্টিনের জেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ট্র্যাভিস কাউন্টি শেরিফ অফিস।

ঠিক কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। তবে আগের রেকর্ড অনুযায়ী ফৌজদারি মামলায় তাকে আসামি করা হয়েছে।

ঘুষ গ্রহণ, দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল পদ থেকে গত মে মাসে বরখাস্ত করা হয়েছে স্টার রিপাবলিকান কেন প্যাক্সটনকে।

প্যাক্সটনের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে একটি হলো, তার বিয়েবহির্ভূত একটি সম্পর্ক। ক্ষমতার অপব্যবহার করে তিনি তার রাজনৈতিক পৃষ্ঠপোষককে আর্থিক সহায়তা দিয়েছিলেন। বিনিময়ে ওই পৃষ্ঠপোষক প্যাক্সটনের সঙ্গিনীকে চাকরি দিয়েছিলেন।

এই পৃষ্ঠপোষকই হলেন ন্যাট পল। তিনি হলেন একজন রিয়েল এস্টেট ডেভেলপার।

এক বছর ধরে ফেডারেল তদন্তের পর তাকে গ্রেফতার করা হলো। 

 


0 মন্তব্য

মন্তব্য করুন