কুইন্টানা বিচ কাউন্টির পার্ক কর্তৃপক্ষের এক ফেসবুক পোস্টে জানানো হয়, ঠান্ডা পানি বেশি অক্সিজেন ধরে রাখে। তবে কুইন্টানা সমুদ্র সৈকতের উষ্ণ পানি মাছের মৃত্যুর কারণ।
ওয়াইল্ডলাইফ কর্মকর্তাদের মুখপাত্র লারিন জনসন বলেন, ‘পানিতে পর্যাপ্ত অক্সিজেন না থাকলে মাছ শ্বাস নিতে পারে না। প্রাকৃতিক কারণেই এত মাছ মরেছে বলে আমার ধারণা।’
টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভারসসিটির সি লাইফ ফ্যাসিলিটি ম্যানেজার ক্যাটি সেন্ট ক্লেয়ার বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপসাগরীয় উপকূলের পানির উষ্ণতা বেড়ে যাওয়ায় মাছ মরে যাচ্ছে।
ব্রাজোরিয়া কাউন্টি পার্কের কর্মকর্তারা জানান, সমুদ্রের তীর থেকে মৃত মাছগুলো সরিয়ে ফেলা হচ্ছে। তবে আরও হাজার হাজার মৃত মাছের উপকূলে ভেসে আসার আশঙ্কা রয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস শুক্রবারে ব্রাজোরিয়া কাউন্টিতে সর্বোচ্চ ৯২ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করেছে। এই বিচে মাছ মরার ঘটনা নতুন কোনো বিষয় নয়। এই নিয়ে তিনবার মরা মাছ ভেসে আসার ঘটনা ঘটল।