রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে বুধবার ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভুত হয়েছে।
অ্যামেরিকান ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রাশিয়ার সুদূর পূর্বে উপকূলীয় শহর পেত্রোপভলভস্ক-কামচাটস্কি থেকে ১৩৬ কিলোমিটার (৮৪ মাইল) পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের পরপরই সুনামির আঘাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় সাখালিন অঞ্চলের কর্তৃপক্ষ উত্তর কুরিল দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
আল জাজিরা জানিয়েছে, অ্যামেরিকার ৬টি স্টেইটসহ ৮টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। অ্যামেরিকার স্টেইটের মধ্যে রয়েছে, হাওয়াই, , ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন। এ ছাড়া গুয়াম ও ব্রিটিশ কলাম্বিয়াতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সুনামি সতর্কতা জারি করা দেশগুলো হচ্ছে, রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, মেক্সিকো, পেরু ও ইকুয়েডর।
এরিমধ্যে সুনামির প্রথম ঢেউ উত্তর জাপানের হোক্কাইডোতে আঘাত হেনেছে। এনএইচকে ওয়ার্ল্ড জাপানের মতে, ঢেউয়ের উচ্চতা ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট)।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রথম সুনামির ঢেউ উত্তর জাপানের হোক্কাইডো প্রিফেকচারের হানাসাকি বন্দরে আঘাত হানার খবর পাওয়া গেছে।