নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে মাতাল চালকের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ হারিয়েছেন ২২ বছর বয়সী অভিবাসী এক তরুণ।
পুলিশ সদস্য ও স্বজনরা রবিবার এ তথ্য জানিয়েছেন।
পুলিশের বরাত দিয়ে এনওয়াই ডেইলি নিউজ জানায়, কনডো ডেভেলপার হতে চেয়েছিলেন মেক্সিকোর অভিবাসী তরুণ জোয়েল মোতা। তিনি শনিবার বে রিজ এলাকার থার্ড এভিনিউ ধরে দক্ষিণের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে ৬৭তম সড়ক ধরে পশ্চিমের দিকে যাচ্ছিলেন অ্যাকুরা টিএসএক্স গাড়ির লাইসেন্সহীন চালক।
পথে ভোররাত পৌনে পাঁচটার দিকে অ্যাকুরার যাত্রীদের পাশের অংশের ধাক্কা খায় মপেডটি। এতে গুরুতর আহত হন জোয়েল।
পুলিশ জানায়, এনওয়াইইউ ল্যাঙ্গন হসপিটাল-ব্রুকলিনে মৃত্যু হয় মেক্সিকান অভিবাসীর।
জোয়েলের ২৮ বছর বয়সী ভাই ফ্রান্সিসকো মোতা ডেইলি নিউজকে জানান, তার সহোদর ছিলেন কঠোর পরিশ্রমী। পরিবারের জন্য তার ছিল অগাধ ভালোবাসা।
ফ্রান্সিসকো আরও জানান, জোয়েল খুব আন্তরিকতার সঙ্গে কাজ করতেন।
দুর্ঘটনার সময় বাড়ি থেকে মাত্র কয়েক ব্লক দূরে ছিলেন এ তরুণ।
জোয়েলের গ্যাসচালিত মপেডে ছিলেন তার ২১ বছর বয়সী বন্ধু, যিনি তার বাম বাহু ও পায়ে একাধিক আঘাত পেয়েছেন। একই হাসপাতালে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর ২৯ বছর বয়সী গাড়িচালক লেজলি মোরেনোকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো, সক্ষমতা শেষ হয়ে যাওয়ার পরও গাড়ি চালনা এবং লাইসেন্স না থাকার অভিযোগ আনা হয়েছে।
ব্রুকলিনের ফৌজদারি আদালতে রবিবার বিকেলে অভিযুক্ত এ ব্যক্তিকে জামিন ছাড়া মুক্তি দেওয়া হয়েছে।