‘আমার ওয়ার্ক পারমিট ডিনাই করছে, এখন কী করতে পারি?’

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫ ২০২৫, ১৭:৫৫ হালনাগাদ: নভেম্বর ১২ ২০২৫, ১৭:৫৯

অ্যামেরিকার এমপ্লয়মেন্ট অথরাইজেশন কার্ডের নমুনা। ছবি: ইনসাইড ইমিগ্রেশন

অ্যামেরিকার এমপ্লয়মেন্ট অথরাইজেশন কার্ডের নমুনা। ছবি: ইনসাইড ইমিগ্রেশন

  • 0

‘এটি কিন্তু সমসাময়িক সময়ে অনেক অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে এ রকম হচ্ছে। কারণ বিশাল একটা গ্রুপ যখন বাইডেন প্রশাসনের সময় অ্যামেরিকা প্রবেশ করেছিল, বর্ডারে আসার পরে কিন্তু তাদের কোনো ইন্টারভিউ হয় নাই, কোনো নোটিশ অব অ্যাপিয়ারেন্স ইস্যু না করে শুধুমাত্র একটা প্যারোল এবং একটা অর্ডার দিয়ে তাদেরকে অ্যামেরিকায় ছেড়ে দিয়েছে।’

অ্যামেরিকায় অ্যাসাইলাম বা আশ্রয়ের আবেদন পর ওয়ার্ক পারমিট বা কাজের অনুমোদন পেয়েছেন, কিন্তু একটা সময় পর গিয়ে অনলাইনে আপনার কেইস দেখা যাচ্ছে না। আপনার কাজের অনুমোদন দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে করণীয় কী, তা টিবিএনের অতিথি অ্যাটর্নি মাহফুজুর রহমানের কাছে জানতে চেয়েছেন এক দর্শক। আইন ও বাস্তবতার আলোকে তার প্রশ্নের জবাব দিয়েছেন অ্যাটর্নি।

খাইরুল ইসলাম: আমার কেইস অনলাইনে দেখা যায় না, কিন্তু আমার ওয়ার্ক পারমিট ডিনাই করছে। এখন কী করতে পারি এবং যে লেটারটা আমাকে দিয়েছে, সেটার মধ্যে লেখা আছে, আমার কেইসটা নাকি ক্লোজ হয়ে গেছে।

মাহফুজুর রহমান: এটি কিন্তু সমসাময়িক সময়ে অনেক অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে এ রকম হচ্ছে। কারণ বিশাল একটা গ্রুপ যখন বাইডেন প্রশাসনের সময় অ্যামেরিকা প্রবেশ করেছিল, বর্ডারে আসার পরে কিন্তু তাদের কোনো ইন্টারভিউ হয় নাই, কোনো নোটিশ অব অ্যাপিয়ারেন্স ইস্যু না করে শুধুমাত্র একটা প্যারোল এবং একটা অর্ডার দিয়ে তাদেরকে অ্যামেরিকায় ছেড়ে দিয়েছে। তখন তারা বিভিন্ন লইয়ার, সবার কাছে গিয়েছে। গিয়ে তখন একটাই অপশন ছিল কেইস ল অনুযায়ী যে, অ্যাসাইলাম ফাইল করতে পারবে। তো সবাই ফাইল করেছে অ্যাসাইলাম; ওয়ার্ক পারমিট পেয়েছে, কিন্তু ওই ক্যাটাগরির ব্যক্তিদের কিন্তু টেকনিক্যালি অ্যাসাইলামের জন্য সম্পূর্ণ, হান্ড্রেড পারসেন্ট এলিজিবল হয় না।

যখন অ্যাসাইলাম ফাইল করা হয়, তখন তাদেরকে ডেকে এনে ক্রেডিবল, ফেয়ার ইন্টারভিউ করা হতো অ্যাসাইলামের পরিবর্তে, কিন্তু বর্তমান গভর্নমেন্ট সেটি করছে না। তারা স্ট্রেইট ফরোয়ার্ড কেইসগুলোকে ডাউন করছে এবং তাদের ওয়ার্ক পারমিটও ডিনাই করছে এবং তাদেরকে বলছে যে, তুমি যোগাযোগ করো ক্রেডিবল, ফেয়ার ইন্টারভিউর জন্য আইস অফিসে। এটা একটা সাম কাইন্ড অব ট্র্যাপ বলা যায়।

যদি সে যোগাযোগ করতে যায়, অফিস তাকে ডাকবে। ক্রেডিবল, ফেয়ার না নেওয়ার সম্ভাবনা আছে। তাকে আপনার ডিটেইন করার সম্ভাবনা রয়েছে। তো ওই ক্ষেত্রে অবশ্যই তার লইয়ারের সাথে আলাপ করতে হবে পরবর্তী করণীয় কী। অনেক ক্ষেত্রে পুনরায় আবেদন করা যায় এবং তার স্ট্যাটাস ঠিক রাখা যায়।