মিথিলা-কন্যা আয়রার জন্মদিনে বাঁধভাঙা সৃজিত

টিবিএন ডেস্ক

এপ্রিল ৩০ ২০২৩, ২০:২৫

মিথিলা-কন্যা আয়রার জন্মদিনে বাঁধভাঙা সৃজিত
  • 0

চারিদিক সাজানো গোলাপি আর নীল বেলুনে, সামনে শার্ক থিমের কেক। সেই কেককে ঘিরে দাঁড়ানো শিশুদের মধ্যমণি আয়রা ও সৃজিত মুখোপাধ্যায়।

রাফিয়াদ রশিদ মিথিলা ও তাহসান রহমান খানের একমাত্র মেয়ে আয়রার জন্মদিন ছিল ৩০ এপ্রিল। তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর কোলকাতার পরিচালক সৃজিতকে বিয়ে করেন মিথিলা। সেই থেকে আয়রার আরেক অভিভাবক হলেন সৃজিত মুখোপাধ্যায়। 

সৃজিত আয়রাকে নিজের মেয়ের মতোই ভালবাসেন, তাকে আগলে রাখেন।

আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়, আয়রার জন্মদিনে তার সঙ্গে উদযাপনের ছবি ফেসবুকে পোস্ট করেন সৃজিত। পোস্টে তিনি লেখেন, ‘আমার ছোট্ট রাজকন্যা, তোমার ১০ বছরের জন্মদিনে অনেক শুভেচ্ছা।’ 

অন্য দিকে মেয়ের জন্মদিনে মিথিলা আয়রার বিভিন্ন সময়ের ছবি কোলাজ করে ইনস্টাগ্রামে পোস্ট করেন। এই পোস্টে তিনি লিখেছেন, ‘৩০ এপ্রিল আমায় এমন এক জন মানুষ তৈরি করেছে, যার জন্য আমি সব সময় গর্বিত থাকব। আয়রার মা।’

আয়রা সৃজিতের খুব কাছের তা বরাবর বলে এসেছেন মিথিলা। তবে বাবা তাহসানের কাছে গিয়েও মাঝেমধ্যে সময় কাটিয়ে আসে আয়রা। বাংলাদেশ আর ভারতের কোলকাতা মিলিয়ে বেশ আনন্দে কাটছে আয়রার সময়। 


0 মন্তব্য

মন্তব্য করুন