যা জানলেন ২ সন্দেহভাজন
আইএসের অনুপ্রেরণায় ইহুদিদের উৎসবে বন্দুক হামলা?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬ ২০২৫, ১১:১৭

বন্দুক হামলার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

বন্দুক হামলার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

  • 0

ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব হানুক্কাহর প্রথম রাতের রীতি ‘হানুক্কাহ বাই দ্য সি’ পালন করতে গত রোববার উৎসবের আমেজে সাজানো হয়েছিল বন্ডাই সমুদ্র সৈকত। সেখানে শত শত মানুষের ভিড়ে সন্ধ্যায় একের পর এক গুলি চালায় সন্দেহভাজন বাবা ও ছেলে।

অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসবে বন্দুক হামলার ঘটনাটি সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট-আইএস কর্তৃক অনুপ্রাণিত বলে জানিয়েছেন এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ২ সন্দেহভাজন।

গ্রেপ্তার হওয়া ওই দুজন ব্যক্তি হলেন সাজিদ আকরাম(৫০) ও তাড় ছেলে নাভিদ আকরাম(২০)।

হামলার সময় তাদেরকে গুলিবিদ্ধ করে ঘটনাস্থল থেকে আটক করে দেশটির পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বর্তমানে পুলিশের হেফাজতে থাকা দুজন সন্দেহভাজন আইএস থেকে হামলার অনুপ্রেরণা পাওয়ার কথা উল্লেখ করেছেন।

পুলিশ মঙ্গলবার জানায়, গত মাসে সন্দেহভাজনদের ফিলিপাইন যাত্রার তথ্য জানতে পেরেছেন তদন্ত কর্মকর্তারা। দেশটিতে যাওয়ার উদ্দেশ খতিয়ে দেখছেন তারা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে আইএসের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার রেকর্ড আছে। দেশটির দক্ষিণ অঞ্চলে তারা প্রভাব বিস্তার করেছে।

ফিলিপাইনের অভিবাসন সংক্রান্ত কর্মকর্তারা জানান, সাজিদ ভারতীয় পাসপোর্টে গত পহেলা নভেম্বর ফিলিপাইন আসেন। একই দিন অস্ট্রেলিয়ান পাসপোর্টে নাভিদও উপস্থিত হন।

বাবা-ছেলে দেশটির দক্ষিণে অবস্থিত দাভাও শহরে অবস্থান করেছিলেন। হামলার কয়েকদিন আগে ২৮ নভেম্বর তারা ফিলিপাইন ত্যাগ করেন।

তবে ফিলিপাইনে তারা আইএসের কাছে হামলার প্রশিক্ষণ নিয়েছিল কি না তা নিশ্চিত নয় তদন্তকারী কর্তৃপক্ষ। এখন পর্যন্ত সন্দেহভাজনদের সংগঠনটির সঙ্গে সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি।

ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব হানুক্কাহর প্রথম রাতের রীতি ‘হানুক্কাহ বাই দ্য সি’ পালন করতে গত রোববার উৎসবের আমেজে সাজানো হয়েছিল বন্ডাই সমুদ্র সৈকত।

সেখানে শত শত মানুষের ভিড়ে সন্ধ্যায় একের পর এক গুলি চালায় সন্দেহভাজন বাবা ও ছেলে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নৃশংস এ হামলায় নিহত হয়েছেন ১৬জন।