অস্ট্রেলিয়ায় ইহুদিদের উৎসবে রক্তক্ষয়ী হামলা, নিহত ১০

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪ ২০২৫, ১২:৫৩

বন্দুক হামলার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

বন্দুক হামলার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

  • 0

গালফ নিউজ জানায়, রোববার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ায় ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব চলাকালে বন্দুক হামলায় ১০জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৬জন।

গালফ নিউজ জানায়, রোববার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ইহুদিদের অন্যতম উৎসব হানুক্কাহর প্রথম রাতের রীতি ‘হানুক্কাহ বাই দ্য সি’ পালন করতে সৈকতটি বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসব

আমেজে সাজানো হয়েছিল।

উৎসব পালনে সৈকতে উপস্থিত হয় শত শত মানুষ। হঠাত একের পর এক গুলির শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটতে থাকেন উৎসবে অংশ নেওয়া সব মানুষ।

ঘটনাস্থল থেকে নিহত শনাক্তের পাশপাশি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নৃশংস এ হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

ঘটনাটি মর্মান্তিক ও পীড়াদায়ক বলে বিবৃতি দেন তিনি।