চার্লি কার্ক হত্যা: যার তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার সন্দেহভাজন রবিনসন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২ ২০২৫, ১৮:১২ হালনাগাদ: সেপ্টেম্বর ১৭ ২০২৫, ২:০০

টাইলার রবিনসনের এ চিত্র প্রকাশ করে এফবিআই। ছবি: রয়টার্স

টাইলার রবিনসনের এ চিত্র প্রকাশ করে এফবিআই। ছবি: রয়টার্স

  • 0

কীভাবে রবিনসনকে আটক করা হয়েছে, সে বিষয়ে সংবাদ সম্মেলনে কক্স জানান, এ ক্ষেত্রে ধন্যবাদ প্রাপ্য তার পরিবারের।

ডানপন্থি অ্যাকটিভিস্ট চার্লি কার্ক হত্যার ঘটনায় এক সন্দেহভাজনকে ইউটাহ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউটাহর গভর্নর স্পেন্সার কক্স শুক্রবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বলে আইউইটনেস নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

তিনি জানান, বুধবার চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় যুক্ত ব্যক্তি হিসেবে শনাক্ত করা হয়েছে ইউটাহর বাসিন্দা টাইলার রবিনসনকে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ইউটাহর কাউন্টি জেলে পাঠানো হয় রবিনসনকে।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানান, ফরেনসিক বিভাগ ঘটনাস্থল থেকে বন্দুকধারীর হাত ও পায়ের যে ছাপ নিয়েছে, রবিনসনের সঙ্গে তার মিল পাওয়া গেছে।

যার তথ্যের ভিত্তিতে রবিনসন আটক

কীভাবে রবিনসনকে আটক করা হয়েছে, সে বিষয়ে সংবাদ সম্মেলনে কক্স জানান, এ ক্ষেত্রে ধন্যবাদ প্রাপ্য তার পরিবারের। বুধবার চার্লি কার্ক হত্যার পর পারিবারিক এক নৈশভোজে খুনে জড়িত থাকার কথা স্বীকার করেন রবিনসন। বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ডিসির কাউন্টি শেরিফ অফিসে ফোন করে এ তথ্য জানান রবিনসন পরিবারের এক বন্ধু।

তদন্তকারীরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক বিষয়ে রবিনসন বেশ উগ্রপন্থি হয়ে উঠেছিলেন। চার্লি কার্কের প্রতি নেতিবাচক মনোভাব থেকে তিনি এই হত্যা করেন।

সংবাদ সম্মেলনে তরুণদের উদ্দেশে কক্স জানান, নতুন প্রজন্মের আচরণ, চিন্তাধারা পূর্ববর্তী প্রজন্ম থেকে অনেকটাই ভিন্ন, তবে তরুণদের প্রতি অনুরোধ তারা যেন ঘৃণার রাজনীতি চর্চা না করেন।