সমলিঙ্গের বিয়ের বৈধতা: রায় পাল্টানোর আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০ ২০২৫, ২০:২২ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ১১:২১

অ্যামেরিকার সুপ্রিম কোর্ট ২০১৫ সালের ২৬ জুন সমলিঙ্গের দম্পতিদের বিয়ের অধিকারকে স্বীকৃতি দেওয়ার পর আদালত প্রাঙ্গণে রংধনু পতাকা ওড়ান এ ধরনের বিয়ের সমর্থকরা। ছবি: রয়টার্স

অ্যামেরিকার সুপ্রিম কোর্ট ২০১৫ সালের ২৬ জুন সমলিঙ্গের দম্পতিদের বিয়ের অধিকারকে স্বীকৃতি দেওয়ার পর আদালত প্রাঙ্গণে রংধনু পতাকা ওড়ান এ ধরনের বিয়ের সমর্থকরা। ছবি: রয়টার্স

  • 0

ওবার্গফেল ভার্সেস হজেস হিসেবে পরিচিত মামলাটিতে ২০১৫ সালের আদেশটি ছিল অ্যামেরিকায় এলজিবিটি কমিউনিটির অধিকারের পক্ষে লড়া লোকজনের জন্য ঐতিহাসিক বিজয়।

অ্যামেরিকাজুড়ে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়া ২০১৫ সালের আলোচিত আদেশের বিরুদ্ধে কেন্টাকির সাবেক এক কাউন্টি কর্মকর্তার আবেদন সোমবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

রয়টার্স জানায়, রক্ষণশীল ছয় ও প্রগতিশীল তিন বিচারপতির সুপ্রিম কোর্টের বেঞ্চ সাবেক রোয়ান কাউন্টি ক্লার্ক কিম ড্যাভিসের আপিল আবেদনটি নাকচ করে।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের রায়ের পর সমলিঙ্গের বিয়ের সাংবিধানিক অধিকারকে উপেক্ষা করে এ ধরনের বিবাহের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানান ড্যাভিস, যার বিরুদ্ধে মামলা করে গে এক দম্পতি।

ড্যাভিসের ভাষ্য, সমলিঙ্গের বিয়ে তার অ্যাপোস্টোলিক খ্রিষ্টান বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।

এ নারী শুরুতে নিম্ন আদালতের দ্বারস্থ হয়ে দাবি করেন, অ্যামেরিকার সংবিধানের প্রথম সংশোধনীতে ধর্মের অবাধ চর্চার যে অধিকার রয়েছে, তা তাকে মামলায় কোনো ধরনের দায় থেকে সুরক্ষা দেয়। নিম্ন আদালত তার দাবি নাকচ করায় এ আদেশের বিরুদ্ধে আপিল করেন তিনি।

সমলিঙ্গের ওই দম্পতির বিয়ের অধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষতিপূরণ ও আইনি ফি বাবদ ড্যাভিসকে তিন লাখ ৬০ হাজার ডলারের বেশি অর্থ প্রদানের নির্দেশ দেয় আদালত।

ওবার্গফেল ভার্সেস হজেস হিসেবে পরিচিত মামলাটিতে ২০১৫ সালের আদেশটি ছিল অ্যামেরিকায় এলজিবিটি কমিউনিটির অধিকারের পক্ষে লড়া লোকজনের জন্য ঐতিহাসিক বিজয়।

সে রায়ে আদালত ঘোষণা দেয়, যথাযথ প্রক্রিয়া ও আইনের আওতায় সমান সুরক্ষার সাংবিধানিক নিশ্চয়তার অর্থ হলো অ্যামেরিকার কোনো স্টেইট সমলিঙ্গের বিয়েকে নিষিদ্ধ করতে পারবে না।