ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, ইসরায়েলি বাহিনী যেভাবে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহর গুঁড়িয়ে দিয়েছে, ঠিক সেভাবেই পুরো গাজা গুঁড়িয়ে দেওয়া হবে।
ইসরায়েলি আর্মি রেডিওর বরাত দিয়ে আল জাজিরা সোমবার এ তথ্য জানিয়েছে।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান জোরদার করার খবরের মধ্যে স্মোট্রিচ এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যেভাবে আমরা রাফাহ গুঁড়িয়ে দিয়েছি, সেভাবে আমরা পুরো গাজা গুঁড়িয়ে দেব।’
তিনি আরও বলেন, ‘সেনাবাহিনীর অভিযান গাজার বিভিন্ন এলাকা দখল ও সাফ করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং আমরা ধ্বংস হওয়া প্রতিটি ঘরকেই একটি সুড়ঙ্গ হিসেবে গণ্য করি।’
গাজার দক্ষিণে সোমবার মাত্র এক ঘণ্টার মধ্যে অন্তত ৩০টি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে সকাল থেকে যুদ্ধবিধ্বস্ত এ উপত্যকায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হন।
হামলার মাত্রা বৃদ্ধির মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
এমন বাস্তবতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে, গাজায় সীমিত পরিমাণে সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৩৩৯ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ২১ হাজার ৩৪ জন আহত হয়েছেন।