বিশ্বেজুড়ে তোলা চমকপ্রদ ছবিতে চন্দ্রগ্রহণের মুহূর্ত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮ ২০২৫, ৭:৪৭ হালনাগাদ: ডিসেম্বর ৩ ২০২৫, ৯:৪৯

জাপানের রাজধানী টোকিওতে পূর্ণ চন্দ্রগ্রহণ। ছবি: নিউজ ওয়ান

জাপানের রাজধানী টোকিওতে পূর্ণ চন্দ্রগ্রহণ। ছবি: নিউজ ওয়ান

  • 0

বিশ্বের বিভিন্ন দেশের মানুষ রাতের আকাশে এই অদ্ভুত দৃশ্য পর্যবেক্ষণ করেছেন।

এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে রাতের আকাশে লালাভ চাঁদের রোমাঞ্চকর দৃশ্য পর্যবেক্ষণ করেছেন বিশ্ববাসী। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এটি একটি অদ্ভুত এবং সৌন্দর্যপূর্ণ প্রাকৃতিক দৃশ্য, যা ফটোগ্রাফি ও গবেষণার জন্য আদর্শ।

মূলত চাঁদ ও সূর্যের একটি বিরল অবস্থানের কারণে বিশ্বের অনেক অঞ্চলে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ রহস্যময়ভাবে লাল আলোতে আলোকিত হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের মানুষ রাতের আকাশে এই অদ্ভুত দৃশ্য পর্যবেক্ষণ করেছেন।

চলুন দেখে নেয়া যাক দেশে দেশে ব্লাড মুনের চমৎকার কিছু ছবি-

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে তোলা ছবিতে চন্দ্রগ্রহণ।
ডেনমার্কের কোএজে শহর থেকে সম্পূর্ণ চাঁদগ্রহণ এবং ব্লাড মুন দেখা গেছে।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি মসজিদের মিনারের ওপর থেকে আংশিক চন্দ্রগ্রহণের ছবি।
গ্রিসের টিনোস দ্বীপের ভোলাক্স গ্রাম থেকে রক্তিম চাঁদ।
মায়ানমারের নেপিডো থেকে তোলা ছবিতে চন্দ্রগ্রহণ।

চীনের সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যানশিয়াল সেন্টার থেকে ব্লাড মুন দেখছেন দর্শনার্থীরা।
টোকিও স্কাইট্রি টাওয়ারের ওপরে রক্তিম চাঁদ।