অক্টোবর থেকে শেনজেন ভিসাধারীদের জন্য কঠোর নিয়ম, যা জানা জরুরি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮ ২০২৫, ৫:৪৪

যারা অনুমোদিত সময়ের চেয়ে বেশি থাকবেন, তাদের 'ওভারস্টেয়ার' হিসেবে বিবেচনা করা হবে। ছবি: স্মার্ট ট্রাভেলার

যারা অনুমোদিত সময়ের চেয়ে বেশি থাকবেন, তাদের 'ওভারস্টেয়ার' হিসেবে বিবেচনা করা হবে। ছবি: স্মার্ট ট্রাভেলার

  • 0

তবে অক্টোবর থেকে যেসব ভ্রমণকারী বিদেশ যাচ্ছেন, তাদের প্রথম দিনগুলোতে দীর্ঘ সীমান্ত লাইনে অপেক্ষা করতে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আগামী মাস থেকে ইউরোপ ভ্রমণে কার্যকর হচ্ছে ডিজিটাল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম (ইইএস)। নতুন এই কঠোর নিয়ম অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের বাইরের সব দেশের নাগরিকদের (যেমন -অস্ট্রেলিয়া, অ্যামেরিকা, বাংলাদেশ, ভারত) শেনজেন অঞ্চলে প্রবেশ বা প্রস্থানের সময় ডিজিটালভাবে নিবন্ধন করতে হবে।

সেভেননিউজ জানায়, আগামী ১২ অক্টোবর থেকে চালু হতে যাওয়া এই ব্যবস্থায় ভ্রমণকারীদের আঙুলের ছাপ ও ছবি নেওয়া হবে।

নিবন্ধনের সময় ভ্রমণকারীদের সীমান্তে নিজেদের সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে হবে। এই তথ্য ব্যবহার করে বায়োমেট্রিক রেকর্ড তৈরি করা হবে, যা ফিঙ্গারপ্রিন্ট ও ছবির মাধ্যমে তাদের পরিচয় যাচাই করবে।

স্মার্টট্রাভেলার জানায়, ভ্রমণকারী যদি তিন বছরের মধ্যে আবার শেনজেন এলাকায় প্রবেশ করেন, তাহলে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট বা ছবি দেওয়ার প্রয়োজন হবে।

ইইএস এর নিবন্ধন কয়েক মিনিটে সম্পন্ন হবে এবং এই প্রক্রিয়ায় কোনো অর্থ প্রদান করতে হবে না। তবে অক্টোবর থেকে যেসব ভ্রমণকারী বিদেশ যাচ্ছেন, তাদের প্রথম দিনগুলোতে দীর্ঘ সীমান্ত লাইনে অপেক্ষা করতে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ইইএস প্রক্রিয়া ধীরে ধীরে চালু করা হচ্ছে। শুরুতে সীমান্তে ধীরে ধীরে তথ্য সংগ্রহ করা হবে। অক্টোবরে শুরুর পর পুরো সিস্টেমটি সম্পূর্ণ কার্যকর হবে ২০২৬ সালের ১০ এপ্রিলের মধ্যে। নিবন্ধন কার্যক্রম বিনামূল্যে এবং কয়েক মিনিটের মধ্যে শেষ করা যাবে। তবে অক্টোবর মাসে যাত্রীদের সীমান্তে দীর্ঘ লাইনের সম্ভাবনা সম্পর্কে সতর্ক থাকতে হবে।

শেনজেন এলাকায় ভিসা ছাড়া সংক্ষিপ্ত ভ্রমণ করতে গেলে নন‑ইউ শেনজেন দেশের নাগরিকরা সর্বোচ্চ ৯০ দিন প্রতি ১৮০ দিনের মধ্যে থাকতে পারবেন।

স্মার্ট ট্রাভেলার জানায়, এই সময়কাল সব শেনজেন দেশের জন্য একত্রিতভাবে গণনা করা হয় এবং এটি ব্যক্তির সঙ্গে সম্পর্কিত পাসপোর্টের সঙ্গে নয়। তাই ভিন্ন পাসপোর্ট দিয়ে প্রবেশ করলে ও সময়সীমা একই থাকবে।

যারা অনুমোদিত সময়ের চেয়ে বেশি থাকবেন, তাদের “ওভারস্টেয়ার” হিসেবে বিবেচনা করা হবে। ইইএস সিস্টেম এই ধরনের ভ্রমণকারীদের শনাক্ত করবে এবং তথ্য রেকর্ড করবে।

এর ফলে তাদের আটক করা, দেশ থেকে বিতাড়িত করা, জরিমানা করা অথবা ভবিষ্যতে ইউরোপে ফেরত যাওয়ার অনুমতি নাও দেওয়া হতে পারে।