সম্ভাব্য উল্লেখযোগ্য তুষারঝড়জনিত বিপজ্জনক আবহাওয়া পরিস্থিতিকে মাথায় রেখে স্টেইটের উত্তরপশ্চিমাঞ্চলীয় পাঁচটি কাউন্টিতে মঙ্গলবার জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন নিউ জার্সির গভর্নর ফিল মারফি।
তিনি জানান, তুষারপাত, শিলাবৃষ্টি ও বরফবৃষ্টি সড়কে ভ্রমণ ও নিরাপত্তায় প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। তিনি হান্টারডন, মরিস, প্যাসেইক, সাসেক্স ও ওয়ারেন কাউন্টিতে জরুরি অবস্থার ঘোষণা দিচ্ছেন।
ওই সময় গভর্নর এসব কাউন্টির সব চালককে সতর্ক ও সজাগ থাকার পাশাপাশি সব ধরনের নিরাপত্তা বিধি মেনে চলার তাগিদ দিয়েছেন।
আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ও নিরাপত্তা তথ্য জানতে নিউ জার্সিবাসীকে ready.nj.gov ওয়েবসাইট ভিজিটের পরামর্শ দেন গভর্নর।
বরফশীতল আবহাওয়া পরিস্থিতি মোকাবিলায় রাত্রিকালীন দায়িত্বের জন্য ক্রুদের প্রস্তুত করেছে নিউ জার্সি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন।
এদিকে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল আপস্টেইট নিউ ইয়র্কের অংশবিশেষের বাসিন্দাদের স্টেইটের বেশির ভাগ অংশে মৌসুমের প্রথম বড় ধরনের তুষারপাতের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন।
তার ভাষ্য, ঝড়ের সময় নিউ ইয়র্কবাসীকে সহায়তার জন্য প্রস্তুত স্টেইটের সংস্থাগুলো। তুষার সরানোর কাজে থাকা ক্রুরা সড়কপথ নিরাপদ রাখতে বাইরে থাকবেন।
এমন পরিস্থিতিতে সবাইকে আবহাওয়া সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক গভর্নর।