র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রুট, উন্নতি হয়েছে মুমিনুল ও শান্তর

টিবিএন ডেস্ক

জুন ২২ ২০২৩, ০:১৮

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ব্যাট করছেন মুমিনুল ও নাজমুল শান্ত। ছবি: বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ব্যাট করছেন মুমিনুল ও নাজমুল শান্ত। ছবি: বিসিবি

  • 0

অস্ট্রেলিয়ার মার্নাস ল্যাবুশেইনকে টপকে আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। ল্যাবুশেইন তিনে নেমে গেছেন।

বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এসেছে এ পরিবর্তন।

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ১১৮* রানের ইনিংস খেলেন রুট। তার রেটিং ৮৮৭।

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ১৪১ ও ৬৫ রান করায় ম্যান অফ দ্য ম্যাচ হন অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা। তালিকার সপ্তমস্থানে আছেন খাজা।

চলতি সপ্তাহে শেষ হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। টেস্টের দুই ইনিংসে ১৪৬ ও ১২৪ রান করেন বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ২৫ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে জায়গা করে নিয়েছেন শান্ত।

টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২১ রানের ইনিংস খেলায় ১৭ ধাপ এগিয়ে ৫৩তমস্থানে উঠেছেন মুমিনুল হক।

আফগানিস্তানকে ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে হারানো টেস্টে বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের বোলাররা। ম্যাচে সমান ৫টি করে উইকেট নিয়ে পেসার এবাদত হোসেন ৬২তমস্থানে এবং শরিফুল ইসলাম ৭১তমস্থানে আছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন