টেক্সাসের মধ্যাঞ্চলীয় টেক্সাস হিল কান্ট্রি এলাকায় প্রলয়ংকরী আকস্মিক বন্যায় কমপক্ষে ৭০ জনের প্রাণহানি হয়েছে।
সিবিএস নিউজ জানায়, এখনও উদ্ধারকাজ চলছে গুয়াদালুপে নদী তীরবর্তী এলাকায়। শুক্রবার ভোরে নদীটির পানি আকস্মিক বেড়ে দুই তলা ভবনের উচ্চতায় ওঠে।
স্থানীয় কর্মকর্তারা রবিবার জানান, এখনও নিখোঁজ রয়েছে কের কাউন্টির শিশুদের গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিকে আসা এক ডজন মানুষ।
শেরিফ ল্যারি লেইটা রবিবার সকালে সংবাদ সম্মেলনে জানান, বন্যায় প্রাণ হারানো লোকজনের মধ্যে ৫৯ জন কের কাউন্টির। এর আগের রাতে কাউন্টিতে ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
প্রাণ হারানো লোকজনের মধ্যে ২১ শিশু ও প্রাপ্তবয়স্ক ৩৮ জন রয়েছেন। তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১৮ এবং চার শিশুর পরিচয় শনাক্ত করা যায়নি।
লেইটা প্রতিবেদকদের জানান, ক্যাম্প মিস্টিকে আসা কমপক্ষে ১১ শিশু ও একজন কাউন্সেলর এখনও নিখোঁজ।
ক্যাম্প মিস্টিকের ২৭ জনের মতো মানুষ নিখোঁজ রয়েছে বলে শনিবার ধারণা করা হচ্ছিল, তবে রবিবারই প্রথম হদিসহীন লোকজনের বিষয়ে স্পষ্ট তথ্য জানানো হয়।
এর আগে শেরিফ জানিয়েছিলেন, নদীর পানি আকস্মিক বৃদ্ধির সময় ক্যাম্প মিস্টিকে ছিল প্রায় ৭৫০ শিশু।
কের কাউন্টির জন্য রবিবার বড় দুর্যোগের ঘোষণায় সই করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অন্যদিকে প্রথমবারের মতো সামার ক্যাম্পে গিয়ে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট অঞ্চলটিকে ‘ভয়ানকভাবে বিধ্বস্ত’ আখ্যা দেন।