ম্যানহাটনে প্রাইড মার্চে ভাল্লুক তাড়ানোর স্প্রে, আহত ৫১

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ৩০ ২০২৫, ২২:৩৯

হামলায় আহত ৪৭ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেন স্বাস্থ্যকর্মীরা। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

হামলায় আহত ৪৭ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেন স্বাস্থ্যকর্মীরা। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

এনওয়াই ডেইলি নিউজ জানায়, হামলাকারী ৩৩ বছর বয়সী ডমিনিক স্যাবাটরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ম্যানহাটনের হারলেম এলাকার বাসিন্দা।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে এলজিবিটিকিউ কমিউনিটির প্রাইড মার্চে অংশগ্রহণকারীদের ওপর ভাল্লুক তাড়ানোর স্প্রে ছুড়েছেন এক ব্যক্তি।

ওয়াশিংটন স্কয়ার পার্কের এ ঘটনায় ৫১ জন আহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে পুলিশ।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, হামলাকারী ৩৩ বছর বয়সী ডমিনিক স্যাবাটরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ম্যানহাটনের হারলেম এলাকার বাসিন্দা।

হামলাকারী পুলিশকে জানান, আকস্মিক হামলার আতঙ্ক থেকে তিনি শক্তিশালী স্প্রেটি ছুড়েছেন।

হামলা, বেপরোয়া বিপদ সৃষ্টি এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ বেয়ার স্প্রে রাখার জন্য ডমিনিককে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তার কাছে থাকা বেয়ার স্প্রের মধ্যে ভাল্লুকের স্পষ্ট ছবি ছিল।

প্রাইড মার্চে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ায় রবিবার রাত সাড়ে আটটার দিকের ঘটনাটি। স্প্রে হামলার পর জনাকীর্ণ পার্ক থেকে এদিক-সেদিক ছোটাছুটি করেন তারা।

ফিফথ এভিনিউতে প্রাইড মার্চ শেষ হওয়ার পর স্প্রে হামলা হয়। ওই সময় পার্কটিতে প্রাইড মার্চে অংশগ্রহণকারী প্রায় এক হাজার মানুষ ছিলেন। বার্ষিক এ আয়োজনে জড়ো হন ২০ লাখ পর্যন্ত মানুষ।

হামলায় আহত ৪৭ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেন স্বাস্থ্যকর্মীরা। অন্য চারজনকে বেলেভিউ হাসপাতালে নেওয়া হয়।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির গোয়েন্দা প্রধান জোসেফ কেনি জানান, হামলায় আহত লোকজনের মধ্যে পুলিশের ১২ সদস্যও ছিলেন।

তিনি আরও জানান, হামলাকারী স্যাবাটরকে ইতোপূর্বে তিনবার গ্রেপ্তার করা হয়েছিল।

পেপার স্প্রের চেয়ে তিন গুণ বেশি কার্যকর বেয়ার স্ট্রে। ছিনতাইকারীদের মুখোমুখি হলে এটি প্রায়ই ব্যবহার করা হয়।