কুইন্সে বাংলাদেশি রেঁস্তোরায় বন্দুক হামলা, কর্মী আহত

টিবিএন ডেস্ক

জুন ৪ ২০২৩, ২১:০২

কুইন্সের বৈশাখি রেস্তোরায় গুলিতে আহত হয়েছেন বাংলাদেশি তরুণ সাব্বির। ছবি: সংগৃহীত

কুইন্সের বৈশাখি রেস্তোরায় গুলিতে আহত হয়েছেন বাংলাদেশি তরুণ সাব্বির। ছবি: সংগৃহীত

  • 0

নিউ ইয়র্কের কুইন্সে একটি বাংলাদেশি রেঁস্তোরায় গুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন রেঁস্তোরাকর্মী সাব্বির নামের এক বাংলাদেশি তরুণ। হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

কুইন্সের অ্যাস্টোরিয়ায় থার্টি সিক্সথ অ্যাভিনিউয়ে 'বৈশাখি' রেঁস্তোরায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

সিবিএসের নিউযে বলা হয়েছে, ভরদুপুরে লাল হুডি জ্যাকেট ও কালো ফেইস মাস্ক পরে রেস্তোরায় প্রবেশ করেই বন্দুক দিয়ে গুলি চালাতে থাকেন এক ব্যক্তি।

আতঙ্কে গ্রাহকরা বের হয়ে যেতে থাকেন। সে সময় হামলাকারী কাউন্টারের দিকে ছুটে গিয়ে সাব্বিরের দিকে গুলি ছোড়েন। আরও কিছুক্ষণ এদিক-ওদিক গুলি চালিয়ে তিনি পালিয়ে যান।

সাব্বিরের পায়ে গুলি লাগে; পুলিশ গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে। 

ঘটনাস্থলে যাওয়া নিউ ইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) কর্মকর্তাদের ধারণা, সাব্বিরের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এই হামলা চালানো হয়েছে।

এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে।

বৈশাখির মালিক আবু তাহির জানান, বন্দুকধারী কারও সঙ্গে কোনো কথা বলেননি, রেঁস্তোরায় ঢুকেই গুলি চালাতে থাকেন। মোট তিন রাউন্ট গুলি ছোড়া হয়।

তিনি আরও জানান, সাব্বিরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

পাশের আরেক দোকানের কর্মী নেলসন বার্গো জানান, তিনিই ৯১১- কল করে পুলিশ ডাকেন। 

সূত্রের বরাতে সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাব্বিরের সঙ্গে কিছুদিন আগে রেস্তোরায় একজনের বাগবিতণ্ডা হয়েছিল। এর জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে।


0 মন্তব্য

মন্তব্য করুন